ইউরোর আগে করোনায় আক্রান্ত বুস্কেটস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৪ এএম, ০৮ জুন ২০২১
ইউরোর আগে করোনায় আক্রান্ত বুস্কেটস

চলতি মাসের ১৫ জুন সুইডেনের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো যাত্রা শুরু করবে স্পেন। এর আগেই স্পেন দলে করোনা আক্রমণ করেছে। করোনায় আক্রান্ত হয়েছেন স্পেনের অধিনায়ক সার্জিও বুস্কেটস।

শুক্রবার (৪ জুন) পর্তুগালের বিপক্ষে স্পেনের অধিনায়কত্ব করেন তিনি। নিয়মিত করোনা পরীক্ষার অংশ হিসেবে শনিবার (৫ জুন) বুস্কেটসের শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়েছে।

রোববার (৬জুন) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। তারা বিবৃতিতে জানায়, করোনা আক্রান্ত হওয়া সার্জিও বুস্কেটসকে আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়াও তার সংস্পর্শে আসা সকলই পর্যবেক্ষণে আছেন।

আরও পড়ুন: বোকা ছাড়লেও ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত জানাচ্ছেন না তেভেজ

সার্জিও বুস্কেটস ছাড়া স্পেন দলের সাথে থাকা সবার করোনা নেগেটিভ এসেছে। পর্তুগাল দলের সবারই করোনা নেগেটিভ এসেছে।

ইউরোর শেষ প্রস্তুতি ম্যাচে বুধবার (৯ জুন) লিথুনিয়ার বিপক্ষে মাঠে নামার কথা ছিল স্পেনের। তবে এ ম্যাচে জাতীয় দল মাঠে নামবে না। মাঠে নামবে স্পেন অনূর্ধ্ব ২১ দল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

স্টিভেন স্মিথ, স্পিনার থেকে বিশ্বসেরা ব্যাটসম্যান

স্টিভেন স্মিথ, স্পিনার থেকে বিশ্বসেরা ব্যাটসম্যান

পরিসংখ্যানে বাংলাদেশ-ভারত ম্যাচ

পরিসংখ্যানে বাংলাদেশ-ভারত ম্যাচ

বাংলাদেশ-ভারত ফুটবল যুদ্ধ আজ

বাংলাদেশ-ভারত ফুটবল যুদ্ধ আজ

'নেগেটিভ' ইমরুল কায়েস

'নেগেটিভ' ইমরুল কায়েস