ইউক্রেনের জার্সি নিয়ে রাশিয়ার ক্ষোভ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৬ এএম, ০৯ জুন ২০২১
ইউক্রেনের জার্সি নিয়ে রাশিয়ার ক্ষোভ

আর মাত্র কিছুদিন পর শুরু হচ্ছে ইউরো কাপ। ইতিমধ্যে দলগুলো নিজেদের জার্সি উন্মোচন করছে। অন্য দেশগুলোর ন্যায় নিজেদের জার্সি উন্মোচন করে ইউক্রেনও। তবে ইউক্রেনের সেই জার্সি দেখে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছে রাশিয়া। ইউক্রেনের নতুন সেই জার্সি নিয়ে তাই চলছে নানা আলোচনা-সমালোচনা।

ইউক্রেনের জার্সি নিয়ে রাশিয়ার এই বিরোধীতা কেন? মূলত, ইউক্রেন তাদের নতুন জার্সিতে সামনে বুকের দিকে একটি মানচিত্রের ডিজাইন রাখে। মূলত সেটি ইউক্রেনেরই মানচিত্র। তবে, মূল সমস্যা হয় ইউক্রেন তাদের জার্সিতে ক্রিমিয়াকে নিজেদের দেশের অংশ হিসেবে দেখাচ্ছে। অন্যদিকে, রাশিয়া দাবি করছে ক্রিমিয়া তাদের দেশের অংশ।

২০১৪ সালে ক্রিমিয়ার উপর কর্তৃত্ব কায়েম করেছিল রাশিয়া। তারপর অবশ্য অনেক সময় পেরিয়েছে। তবুও ক্রিমিয়ার উপর নিজেদের অধিকার ছাড়তে রাজি হয়নি রাশিয়া।

রাশিয়া ক্রিমিয়াকে নিজেদের দাবি করলেও এর কোন স্বীকৃতি নেই। জাতিসংঘের হিসেবে ক্রিমিয়া ইউক্রেনেরই অংশ। তবে ফুটবলের জার্সিতে মানচিত্র এঁকে রাশিয়াকে বিদ্রুপ করেছে ইউক্রেন এমনটাও বলছে কেউ ।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

লাটভিয়াকে উড়িয়ে দিল জার্মানি

লাটভিয়াকে উড়িয়ে দিল জার্মানি

সেই সুনীল ছেত্রীর কাছেই হারলো বাংলাদেশ

সেই সুনীল ছেত্রীর কাছেই হারলো বাংলাদেশ

ইউরোর আগে করোনায় আক্রান্ত বুস্কেটস

ইউরোর আগে করোনায় আক্রান্ত বুস্কেটস

বোকা ছাড়লেও ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত জানাচ্ছেন না তেভেজ

বোকা ছাড়লেও ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত জানাচ্ছেন না তেভেজ