বাংলাদেশি হিসেবে অভিষেক ম্যাচেই এলিটার গোল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৩ এএম, ২৮ জুন ২০২১
বাংলাদেশি হিসেবে অভিষেক ম্যাচেই এলিটার গোল

টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২১ ফুটবলের দ্বিতীয় পর্বে রহমতগঞ্জ এমএফএস-কে ২-১ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। এ ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশি হিসেবে অভিষেক ম্যাচেই গোলে পেয়েছেন এলিটা কিংসলে। দলের পক্ষে বাকি গোলটি করেছেন রাউল অস্কার।

বসুন্ধরা কিংসের জার্সিতে প্রথমবারের মতো বাংলাদেশের খেলোয়াড় হিসেবে শনিবার (২৬ জুন) মাঠে নেমেছিলেন এলিটা কিংসলে। বাংলাদেশি হিসেবে অভিষেক ম্যাচেই গোল করে দেশের ফুটবলে নিজেকে নতুন পরিচয়ে পরিচিত করেছেন নাইজেরিয়ান বংশদ্ভুত এ ফুটবলার।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ২৯তম মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন বসুন্ধরা কিংসের এলিটা। অবশ্য ১০ মিনিট পরেই সমতায় ফেরে রহমতগঞ্জ এমএফএস। ৩৯তম মিনিটে দলের পক্ষে একমাত্র গোলটি করেন রেমি।
sportsmail24
বিরতিতে যাওয়ার আগমুহূর্তে আবারও এগিয়ে যায় বসুন্ধরা কিংস। ম্যাচের ৪৪তম মিনিটে দলের পক্ষে জয় সূচক গোলটি করেন রাউল অস্কার। ম্যাচের দ্বিতীয়ার্ধে আর কোন গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।

এদিকে, বাংলাদেশি হিসেবে নিজের অভিষেক ম্যাচেই গোল পেয়ে দারুণ খুশি এলিটা কিংসলে। ম্যাচ শেষে উচ্ছ্বসিত কিংসলে বলেন, ’আমার স্বপ্ন ছিল, এই দিনটির অপেক্ষায় ছিলাম। সে স্বপ্ন পূরণ হলো। প্রথম ম্যাচে গোলও পেলাম। আমি খুব খুশি।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সাবিনার মাইলফলকের দিনে বসুন্ধরার বড় জয়

সাবিনার মাইলফলকের দিনে বসুন্ধরার বড় জয়

এলিটা ছাড়াও জাতীয় দলের পথে বসুন্ধরার আরও দুই প্রবাসী ফুটবলার

এলিটা ছাড়াও জাতীয় দলের পথে বসুন্ধরার আরও দুই প্রবাসী ফুটবলার

এশিয়ার সবচেয়ে কম বয়সী ফুটবলার বাংলাদেশের রিমন

এশিয়ার সবচেয়ে কম বয়সী ফুটবলার বাংলাদেশের রিমন

স্বাগতিক হতে পারলো না বসুন্ধরা কিংস, খেলতে হবে মালদ্বীপে

স্বাগতিক হতে পারলো না বসুন্ধরা কিংস, খেলতে হবে মালদ্বীপে