যে কারণে অফসাইড ছিল না ডি মারিয়ার গোল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৫ পিএম, ১২ জুলাই ২০২১
যে কারণে অফসাইড ছিল না ডি মারিয়ার গোল

কোপা আমেরিকা চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর আন্তর্জাতিক বড় কোন আসরের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। রোববার সকালে দলের ফরোয়ার্ড ডি মারিয়ার একমাত্র গোলে জয়ের উল্লাসে মাথেন মেসিরা।

ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেও জয়সূচক ডি মারিয়ার গোলটি নিয়ে স্যোশাল মিডিয়ায় চলছে নানা সমালোচনা। বলছেন ডি মারিয়া অফসাইডে থেকে গোলটি করেছেন। ব্রাজিল ভক্তরাও দোষারোপ করছেন ম্যাচ রেফারিকে। কেন গোলটি বাতিল করা হলো নো।

আপাতত দৃষ্টিতে দেখলে অনেকেরই মনে হতে পারে গোলটি অফসাইডে থেকেই করেছেন ডি মারিয়া। ঘটনাও সত্য, গোলটি করার আগে অফসাইডেই ছিলেন আর্জেন্টিনা ফরোয়ার্ড। তবে সেখানেও ঘটেছিল ছোট একটি ঘটনা, যা অনেকেরই দৃষ্টি এড়িয়ে গেছে।

ম্যাচে ২২তম মিনিটে মাঝমাঠ থেকে ডি মারিয়ার উদ্দেশে উড়ো পাস দেন রদ্রিগো ডি পল। দৌড়ে গিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে ছোট্ট টোকায় ব্রাজিল গোলরক্ষক এদারসনের মাথার উপর দিয়ে জালে পাঠিয়ে দেন পিএসজি তারকা ডি মারিয়া।

গোলের আগে ডি পলের লম্বা পাস ধরে ডি মারিয়া যখন এগিয়ে যান তখনও অফসাইডে ছিলেন ডি মারিয়া। তবে ডি মারিয়া বল রিসিভ করার আগ মুহূর্তে ব্রাজিলের ১৬ নম্বর জার্সি পরিহিত ডিফেন্ডার রেনান লোদির পা ছুঁয়ে গিয়েছিল। মূলত এ কারণেই গোলটি আর অফসাইডের কারণে বাতিল হয়নি। ফিফার নিয়ম অনুযায়ী সেটি বৈধ ছিল।

স্পোর্টসমেইল২৪/আরএস 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

ম্যারেডোনা কি মেসিদের জয়োল্লাস দেখছেন?

ম্যারেডোনা কি মেসিদের জয়োল্লাস দেখছেন?

কোপার গোল্ডেন বুট-বল দুটোই  মেসির

কোপার গোল্ডেন বুট-বল দুটোই মেসির

মাঠের খেলা মাঠে, বন্ধুত্ব সবসময়

মাঠের খেলা মাঠে, বন্ধুত্ব সবসময়