কোপা-ইউরো থেকে দেশের ফুটবলাররা কিছু শিখেছে : আশা বাফুফে সভাপতির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৬ এএম, ১৩ জুলাই ২০২১
কোপা-ইউরো থেকে দেশের ফুটবলাররা কিছু শিখেছে : আশা বাফুফে সভাপতির

শেষ হলো কোপা আমেরিকা এবং উয়েফা ইউরো কাপ। টুর্নামেন্ট দু’টি অনেক দূরের হলেও প্রযুক্তির এ যুগে মেতে উঠেছিলেন বাংলাদেশের ভক্তকূল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাহউদ্দিন মনে করেন, টুর্নামেন্ট দু’টি থেকে দেশের জাতীয় পর্যায়ের খোলোয়াড়রাও অনেক কিছু শিখেছে।

কোপা আমেরিকায় চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। অন্যদিকে, ইউরো কাপে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে ৫৩ বছর পর শিরোপা ঘরে তুলেছে ইতালি

সারা বিশ্বই যখন করোনার নিয়ে যুদ্ধ করছে তখন আন্তর্জাতিক পর্যায়ে এমন দু‘টি টুর্নামেন্ট সফলভাবে শেষ হওয়ায় আশা পথ দেখছে বিশ্ব ক্রীড়াঙ্গন। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররাও টুর্নামেন্টের খেলাগুলো দেখেছেন এবং বিভিন্ন দলকে সাপোর্ট করেছেন।

কোপা আমেরিকার সব খবর

কাজী মো. সালাহউদ্দিন মনে করেন, বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড়রা এসব ম্যাচ দেখে সেখান থেকে কিছু শিখেছেন। তিনি আশা করেন, সেগুলো নিজের মধ্যে আয়ত্ত করবেন।

বাফুফে সভাপতি বলেন, ‘আশা করছি আমাদের ফুটবলাররা কোপা আমেরিকা ও ইউরো কাপ দেখছে। তারা নিশ্চয়ই সেখান থেকে কিছু শিখছে। তার প্রতিফলন আমরা পরবর্তী খেলাগুলোয় দেখতে পাবো।’

উয়েফা ইউরো-২০২০ এর সব খবর

শনিবার (১০ জুলাই) বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে কাজী মো. সালাহউদ্দিন এমন কথা বলেন। সম্মেলনে কোপা আমেরিকা এবং ইউরো কাপ বাংলাদেশের ফুটবলারদের উপর কেমন প্রভাব পড়তে পারে তা নিয়ে কথা হয়।

কাজী মো. সালাহউদ্দিন বলেন, ‘আসলে খেলোয়াড়দেরকে ক্লাবরা শিক্ষিত করে থাকে। যেমনটা আমরা ইংল্যান্ড, ইতালি ও স্পেনের খেলায় দেখছি। ক্লাব খেলোয়াড়দের প্রাথমিক ভিত্তি তৈরি করে দেয়। তাই ক্লাব ভিত্তিক লিগ খেলাগুলো হওয়া খুবই জরুরি।’

স্পোর্টসমেইল২৪/আরএস 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অনুর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ে কঠিন গ্রুপে বাংলাদেশ

অনুর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ে কঠিন গ্রুপে বাংলাদেশ

জেমি ডে’র প্রাথমিক শর্ত পূরণ করলো এলিটা

জেমি ডে’র প্রাথমিক শর্ত পূরণ করলো এলিটা

ইউরোতে দল বাড়ানোর পরিকল্পনা উয়েফার

ইউরোতে দল বাড়ানোর পরিকল্পনা উয়েফার

কোপা আমেরিকা : টুর্নামেন্ট সেরা পাঁচ খেলোয়াড় যারা

কোপা আমেরিকা : টুর্নামেন্ট সেরা পাঁচ খেলোয়াড় যারা