সরকারের অনুমতির অপেক্ষায় বাফুফে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৪ এএম, ৩০ জুলাই ২০২১
সরকারের অনুমতির অপেক্ষায় বাফুফে

লকডাউনের কারণে বন্ধ থাকা লিগ আবারও শুরু করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত লকডাউন থাকায়, লিগ শুরু করা নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে আছে বাফুফে। তবে সরকারের বিশেষ অনুমতির জন্য আছে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

শুক্রবার (৩০ জুলাই) থেকে পুনরায় লিগ শুরু করতে চায় বাফুফে। তবে লকডাউনে গার্মেন্টস এবং কলকারখানা বন্ধ থাকায় লিগ শুরু করা নিয়ে বেশ শঙ্কা আছে। তবে সরকারের বিশেষ অনুমতির অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

বাফুফে সভাপতি বলেন, ‘৩০ জুলাই থেকে খেলার শুরুর জন্য অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পেলে ৩০ জুলাই থেকে খেলা শুরু করা হবে। অনুমতি না পেলে পরে হবে।’

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সরকারের অনুমতির অপেক্ষার কথা বললেও লিগ কমিটির চেয়্যারম্যান এবং সাধারণ সম্পাদক সেটি কখনও বলেননি। সভাপতি বলেন, ‘সরকার লকডাউন দিয়েছে। সরকারে নিয়ম মানতে হবে।’

চলতি বছরের ২৩ জুলাই রাত ১০টার পর খেলা স্থগিতের বিষয়টি জানায় ক্লাবগুলো। এবার কবে খেলা মাঠে গড়াবে সেটাই দেখার বিষয়।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ফিফার কাছ থেকে ৪ কোটি টাকা পেল বাফুফে

ফিফার কাছ থেকে ৪ কোটি টাকা পেল বাফুফে

ফুটবলে রিভিউ চালুর প্রস্তাব

ফুটবলে রিভিউ চালুর প্রস্তাব

অলিম্পিক থেকে আর্জেন্টিনা ফুটবল দলের বিদায়

অলিম্পিক থেকে আর্জেন্টিনা ফুটবল দলের বিদায়

অলিম্পিক ফুটবল : কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

অলিম্পিক ফুটবল : কোয়ার্টার ফাইনালে ব্রাজিল