অ্যাথলেটিকোর হয়ে সুয়ারেজের গোল, ধরাশায়ী বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৬ পিএম, ০৩ অক্টোবর ২০২১
অ্যাথলেটিকোর হয়ে সুয়ারেজের গোল, ধরাশায়ী বার্সেলোনা

বার্সেলোনার দুঃসময় যেন কাটছেই না। কোনোভাবেই নিজেদের পুরনো ছন্দে ফিরতে পারছে না কাতালান ক্লাবটি। এবার অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে হেরেছে। প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে দুই গোল হজম করে আর ঘুরের দাঁড়াতে পারেনি বার্সা। প্রতিপক্ষের মাঠ থেকে ২-০ গোলে হেরে ঘরে ফিরেছে কাতালান ক্লাবটি। প্রতিপক্ষ দলের হয়ে গোল করেছেন উরুগুয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ।

ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে বার্সেলোনা। তবে প্রতিপক্ষের রক্ষণে কোনো ধরনের ভয় ধরাতে পারেনি। ম্যাচে ৭০ শতাংশ বল নিজেদের দখলে রেখে মাত্র দুইটি শট লক্ষ্যে রেখেছিল বার্সেলোনা। বিপরীতে তিনটি শট লক্ষ্যে রেখে দুই গোল করে অ্যাথলেটিকো।

ম্যাচের শুরুতে ভালোই লড়াই করেছিল বার্সেলোনা। শুরুতেই দুইটি ভালো সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি অ্যাথলেটিকো। তবে ম্যাচের ২৬তম মিনিটে এগিয়ে যায় তারা। ফেলিক্সের বাড়ানো বল লুইস সুয়ারেজ ডি বক্সে এগিয়ে দেন। আর ফাঁকায় বল পেয়ে গোল করতে ভুল করেননি ফরাসি মিডফিল্ডার লিমা।

ম্যাচের ৪৪তম মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন সাবেক বার্সেলোনা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ফেলিক্স-লিমা হয়ে ডি-বক্সে বল পান সুয়ারেজ। সেখান থেকে গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

বার্সেলোনা ছাড়ার পর সাবেক দলের বিপক্ষে এটিই তার প্রথম গোল। বার্সেলোনাতে থাকতে চাইলেও তাকে রাখেনি কাতালান ক্লাবটি। আগেই বলেছিলেন বার্সেলোনার বিপক্ষে গোল উৎযাপন করবেন না, কথা রেখেছেন সুয়ারেজ। বরঞ্চ দুই হাত জোড় করে ক্ষমা চেয়ে নিয়েছেন।

আট ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ সমান পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। সাত ম্যাচে তিনটি করে জয় ও ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে তারা আছে ৯ম স্থানে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শেষ মুহূর্তে নেশন্স কাপের স্কোয়াডে বদল আনলো ইতালি

শেষ মুহূর্তে নেশন্স কাপের স্কোয়াডে বদল আনলো ইতালি

এভারটনের বিপক্ষে পয়েন্ট হারালো ম্যানচেস্টার ইউনাইটেড

এভারটনের বিপক্ষে পয়েন্ট হারালো ম্যানচেস্টার ইউনাইটেড

বিশ্বকাপের বাছাইপর্ব থেকে ছিটকে গেলেন দিবালা

বিশ্বকাপের বাছাইপর্ব থেকে ছিটকে গেলেন দিবালা

মেসি সবসময় আমার দলে থাকবে: স্ক্যালোনি

মেসি সবসময় আমার দলে থাকবে: স্ক্যালোনি