এএফসি কাপে বাংলাদেশের দুই প্রতিনিধি বসুন্ধরা কিংস-আবাহনী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৯ এএম, ২৪ নভেম্বর ২০২১
এএফসি কাপে বাংলাদেশের দুই প্রতিনিধি বসুন্ধরা কিংস-আবাহনী

এএফসি কাপে খেলার জন্য ক্লাব লাইসেন্সের শর্ত পূরণ করা দলগুলোর তালিকা প্রকাশ করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। বাংলাদেশ থেকে বসুন্ধরা কিংস এবং আবাহনী লিমিটেড এ শর্ত পূরণ করেছে। তাই এএফসি কাপে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে এ দুই ক্লাব।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বসুন্ধরা কিংস এবং রানার্স আপ হয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তাই এ দুই ক্লাবের সামনে ছিল এএফসি কাপে খেলার সুযোগ। তবে ক্লাব লাইসেন্সিংয়ের শর্ত পূরণ না করায় রানার্স আপ হলেও এএফসি কাপ খেলতে পারবে না শেখ জামাল।

ক্লাব লাইসেন্সিংয়ের শর্ত মানায় তৃতীয় হয়েই এএফসি কাপে খেলার সুযোগ পাচ্ছে আবাহনী লিমিটেড। বিপিএল ফুটবলে ২৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছিল মারিও লেমোসের দল।

সোমবার (২২ নভেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানায়, প্রিমিয়ার লিগের আটটি দল ক্লাব লাইসেন্সিংয়ের জন্য আবেদন করেছিল। তবে শর্ত পূরণ করায় বসুন্ধরা কিংস এবং আবাহনী লিমিটেড এএফসি কাপ খেলার সুযোগ পেয়েছে।

ক্লাব লাইসেন্সিংয়ের জন্য বসুন্ধরা-আবাহনীর পাশাপাশি সাইফ স্পোর্টিং ক্লাব, শেখ জামাল, রহমতগঞ্জ, শেখ রাসে, মোহামেডান এবং উত্তর বারিধারা আবেদন করেছিল। তবে তারা শর্ত পূরণ করতে পারেনি।

লিগ চ্যাম্পিয়ন হওয়ায় বসুন্ধরা কিংস সরাসরি এএফসি কাপের গ্রুপ পর্বে খেলবে। অপরদিকে আবাহনীকে খেলতে হবে প্লে অফ। সর্বশেষ এএফসি কাপেও প্লে অফে খেলার কথা ছিল তাদের। তবে করোনাভাইরাস মহামারি কারণে তৈরি হওয়া ভেন্যু সমস্যায় খেলতে পারেনি আবাহনী।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ফিফা বর্ষসেরার তালিকায় মেসি-নেইমার-রোনালদো

ফিফা বর্ষসেরার তালিকায় মেসি-নেইমার-রোনালদো

এখনই অবসরে যাচ্ছেন না আগুয়েরো : জাভি

এখনই অবসরে যাচ্ছেন না আগুয়েরো : জাভি

জাভির অধীনে জয়ে ফিরলো বার্সেলোনা

জাভির অধীনে জয়ে ফিরলো বার্সেলোনা

লা লিগার সর্বনিন্ম বেতনে বার্সায় দানি আলভেস

লা লিগার সর্বনিন্ম বেতনে বার্সায় দানি আলভেস