দল যথেষ্ট ভারসাম্যপূর্ণ, ট্রান্সফারে যাচ্ছে না বায়ার্ন মিউনিখ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০২ এএম, ১৯ ডিসেম্বর ২০২১
দল যথেষ্ট ভারসাম্যপূর্ণ, ট্রান্সফারে যাচ্ছে না বায়ার্ন মিউনিখ

দলের ডিফেন্ডার ডায়ট উপামেকানো ও মিডফিল্ডার মার্সেও সাবিজারকে আরবি লিপজিগ থেকে দলে নিতে ৬০ মিলিয়ন ইউরো ব্যয় করেছে বায়ার্ন মিউনিখ। তবে নতুন বছরের জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে নতুন আর কোন চুক্তি করছে না ক্লাবটি। বিভিন্ন মাধ্যমে ট্রান্সফারের খবর উড়িয়ে দিয়েছেন ক্লাবটির স্পোর্টস ডিরেক্টর হাসান সালিহামিজিক।

স্থানীয় ব্রডকাস্টার ডিএজেডএন’এ উল্ফসবার্গের বিপক্ষে এ বছরের শেষ ম্যাচের আগে হাসান সালিহামিজিক বলেছেন, ‘এ বিষয়ে (ট্রান্সফার) এ মুহূর্তে আলোচনার কিছু নেই। সত্যি বলতে কী, আমাদের দল এখন যথেষ্ট ভারসাম্যপূর্ণ। এ মৌসুম আমরা এভাবেই চালিয়ে যেতে চাই।’

ইতিমধ্যে ডিফেন্ডার ডায়ট উপামেকানো ও মিডফিল্ডার মার্সেও সাবিজারকে আরবি লিপজিগ থেকে দলে নিতে ৬০ মিলিয়ন ইউরো ব্যয় করেছে। উভয় খেলোয়াড়ই বায়ার্নের বর্তমান কোচ জুলিয়ান নাগলসম্যানের অধীনে লিপজিগে খেলেছেন।

এছাড়া ফ্রি ট্রান্সফার সুবিধায় লেফট ব্যাক ওমর রিচার্ডসকে রিডিং থেকে ও গোলরক্ষক সেভেন উলরেইখকে দলে ভিড়িয়েছে বেভারিয়ান্সরা।

টানা দশ বুন্দেসলিগা শিরোপা জয়ের পথে দারুণভাবে এগিয়ে রয়েছে বায়ার্ন। এছাড়া গ্রুপ পর্বের ৬ ম্যাচে শতভাগ জয় নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ইতিমধ্যে নকআউট পর্বও নিশ্চিত করেছে ক্লাবটি।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

শেষ মূহূর্তের গোলে বার্সেলোনার নাটকীয় জয়

শেষ মূহূর্তের গোলে বার্সেলোনার নাটকীয় জয়

বসুন্ধরাকে হারিয়ে স্বাধীনতা কাপের শিরোপা জিতলো আবাহনী

বসুন্ধরাকে হারিয়ে স্বাধীনতা কাপের শিরোপা জিতলো আবাহনী

গুঞ্জনের অবসান, ইন্টার ছাড়লেন এরিকসেন

গুঞ্জনের অবসান, ইন্টার ছাড়লেন এরিকসেন

নেশনস লিগে নাম লেখাচ্ছে আর্জেন্টিনা-ব্রাজিল

নেশনস লিগে নাম লেখাচ্ছে আর্জেন্টিনা-ব্রাজিল