বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা নিষিদ্ধ, জরিমানা ৫ লাখ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ২৭ ডিসেম্বর ২০২১
বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা নিষিদ্ধ, জরিমানা ৫ লাখ

ফেডারেশন কাপ ফুটবলে অংশগ্রহণ না করায় বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা ক্লাবকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। একই সাথে দুটি ক্লাবকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) বাফুফের ডিসিপ্লিনারি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী শাস্তি হিসেবে নিষিদ্ধ হওয়ায় ফেডারেশন কাপের আগামী আসরে দল দুটি খেলতে পারবে না।

চলমান ফেডারেশন কাপের উদ্বোধনী দিন বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা নিজেদের ম্যাচে অংশ নেয়নি। ফলে টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী রেফারিজ ও ম্যাচ কমিশনার রিপোর্ট ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠানো হয়। সেই রিপোর্টের ভিত্তিতে ডিসিপ্লিনারি কমিটি এ সিদ্ধান্ত নিল।

বসুন্ধরা কিংস এবং বারিধারা চলমান টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও আর অংশ নিতে পারবে না। ফলে গ্রুপের বাকি ম্যাচগুলোতে তাদের প্রতিপক্ষকে জয়ী ঘোষণা করা হবে।

নিষেধাজ্ঞার পাশাপাশি ক্লাব দুটিতে আর্থিক জরিমানাও করা হয়েছে। বাফুফের শৃঙ্খলা কমিটি উভয় ক্লাবকে ৫ লাখ টাকা করে জরিমানা করেছে। এছাড়া বাফুফের কার্যনির্বাহী কমিটি চাইলে টুর্নামেন্টের ক্ষতিপূরণ হিসেবে আরও জরিমানা ধার্য করতে পারবে।

ধার্য করা জরিমানার অর্থ আগামী এক মাসের মধ্যে পরিশোধ করতে হবে। অন্যথায়, ডিসিপ্লিনারি কমিটি পুনরায় সিদ্ধান্ত গ্রহণ করবে।

স্পোর্টসমেইল২৪/আরএস 

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ফেডারেশন কাপে না খেললে পয়েন্ট হারাবে ক্লাব

ফেডারেশন কাপে না খেললে পয়েন্ট হারাবে ক্লাব

বসুন্ধরাকে হারিয়ে স্বাধীনতা কাপের শিরোপা জিতলো আবাহনী

বসুন্ধরাকে হারিয়ে স্বাধীনতা কাপের শিরোপা জিতলো আবাহনী

ফেডারেশন কাপ খেলবে না মুক্তিযোদ্ধা-বসুন্ধরা!

ফেডারেশন কাপ খেলবে না মুক্তিযোদ্ধা-বসুন্ধরা!

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের দুই ধাপ উন্নতি

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের দুই ধাপ উন্নতি