তিন দল নিয়ে সাফ নারী অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৪ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২
তিন দল নিয়ে সাফ নারী অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ!

চলতি বছর অনুষ্ঠিত হবে সাফ নারী অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ। এবারের টুর্নামেন্টে বাংলাদেশসহ অংশ নিবে মাত্র তিনটি দেশ! বিষয়টি নিশ্চিত করেছেন সাফের সাধারণ সম্পাদক আনোরুল হক হেলাল। 

চলতি বছরের ১৫ থেকে ২৫ মার্চ ভারতের জামশেদপুরে অনুষ্ঠিত হবে সাফের এই টুর্নামেন্ট। টুর্নামেন্ট খেলার জন্য পাঁচটি দল রেজিষ্ট্রেশন করলেও শেষ পর্যন্ত অংশ নিবে তিন দল!

প্রতিযোগী দলের সংখ্যা কম হওয়ায় গ্রুপ পর্ব নয় বরং রবিন রাউন্ড পদ্ধতিতে হবে বলে জানিয়েছে সাফ। জানানো হয়েছে, প্রতিটি দল দুইবার করে পরস্পরের মুখোমুখি হবে। আর পয়েন্ট টেবিলের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন।

সাফের সদস্য ছয় দেশের মধ্যে রেজিষ্ট্রেশন করেছিল পাঁচ দল। মালদ্বীপ টুর্নামেন্টে এন্ট্রি করেনি। আর শেষ মুহূর্তে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে ভূটান এবং শ্রীলঙ্কা।

এ বিষয়ে গণমাধ্যমকে আনোয়ারুল হক হেলাল বলেন, ‘মালদ্বীপ টুর্নামেন্টে এন্ট্রি করেনি। ভুটান ও শ্রীলংকা এন্ট্রি করলেও তারা নাম প্রত্যাহার করে নিয়েছে। শ্রীলংকা করোনার কারণে নাম প্রত্যাহার করেছে। আর ভুটানে ওই সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা থাকবে। এর আগে লকডাউনের কারণে তাদের পরীক্ষা হতে পারেনি। যে কারণে তারাও নাম প্রত্যাহার করেছে।’

সাফ অনূর্ধ্ব ১৮ টুর্নামেন্টে সূচিও জানিয়ে দিয়েছে সাফ। ১৭ মার্চ নিজেদের প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টে বাংলাদেশের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৯, ২৩ এবং ২৫ মার্চ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতকে ‘ধইরা দিয়ে’ চ্যাম্পিয়ন বাংলাদেশ

ভারতকে ‘ধইরা দিয়ে’ চ্যাম্পিয়ন বাংলাদেশ

মালদ্বীপের ক্লাবে চুক্তিবদ্ধ হলেন সাবিনা-সুমাইয়া

মালদ্বীপের ক্লাবে চুক্তিবদ্ধ হলেন সাবিনা-সুমাইয়া

ভক্তদের কাছে ক্ষমা চাইলেন জিকো

ভক্তদের কাছে ক্ষমা চাইলেন জিকো

স্বপ্ন দেখিয়েও কাঁদলেন জামাল-তপুরা

স্বপ্ন দেখিয়েও কাঁদলেন জামাল-তপুরা