ম্যাচ জিতেও সন্তুষ্ট নন বার্সেলোনা কোচ জাভি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩১ পিএম, ২২ এপ্রিল ২০২২
ম্যাচ জিতেও সন্তুষ্ট নন বার্সেলোনা কোচ জাভি

সাম্প্রতিক সময়ে ছন্দহীন ছিল বার্সেলোনা। ফ্র্যাঙ্কফুর্ট এবং কাদিজের বিপক্ষে টানা দুই ম্যাচ হারের পর বার্সেলোনার সমালোচনায় মুখর হয়েছিল সবাই। টানা দুই ম্যাচ হারের পর রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে কষ্টার্জিত জয় পায় কাতালানরা। তবে এই ম্যাচ জিতে মোটেও সন্তুষ্ট নন বার্সেলোনা কোচ জাভি।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) স্ট্রাইকার পিয়ের এমেরিক অবামেয়াংয়ের একমাত্র গোলে ম্যাচ জিতে বার্সেলোনা। এই ম্যাচে গোল মিস করেন ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে। পাশাপাশি ম্যাচের দ্বিতীয়ার্ধে জাভির মনমতো খেলতে পারেনি দল। আর এতেই হতাশ এই স্প্যানিয়ার্ড।

তিনি বলেন, “আমি তিন পয়েন্ট নিয়ে সন্তুষ্ট। এই দল ও তার ভবিষ্যতের জন্য জয়টা অনেক দরকার ছিল। তবে ম্যাচে আমাদের খেলানি নিয়ে আমি সন্তুষ্ট নই। আমরা দ্বিতীয়ার্ধে অনেক ভুগেছি। আমাদের এ ব্যাপারে সৎ থাকতে হবে, আত্মসমালোচনা করতে হবে। আমরা ভালো খেলিনি। আমাদের উন্নতির জায়গা আছে আরও।”

বার্সেলোনার দায়িত্ব নেওয়ার রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে এই ম্যাচটিই বেশি কঠিন ছিল বলে মনে করেন জাভি। এই ম্যাচের পুরো সময় কিছু কিছু খেলোয়াড় ক্লান্ত ছিল বলেও জানান তিনি।

জাভি বলেন, “এটা এমন এক ম্যাচ ছিল, যেটায় আমরা সবচেয়ে বেশি ভুগেছি। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচটার মতো। ম্যাচের কিছু কিছু সময়ে আমরা যে ক্লান্ত, সেটা বোঝা গেছে। জর্দি (আলবা), রোনালদ (আরাউহো), (জেরার্দ) পিকে, সবাই পুরো ফিটনেসে নেই। যে কারণে আমরা ভুগছি। সবাই অনেক ক্লান্ত। সূচিও সাহায্য করছে না। আমি ৯০ মিনিট ধরে প্রেস করতে চাই, কিন্তু সেটা পারছি না।”

লা লিগায় ৩২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে সমান ৩৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে সেভিয়া।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সার এক সমর্থকের বিরুদ্ধে দুই হাজার টিকিট বিক্রির অভিযোগ

বার্সার এক সমর্থকের বিরুদ্ধে দুই হাজার টিকিট বিক্রির অভিযোগ

১৯ বছর পর ন্যু ক্যাম্পে বার্সেলোনার টানা হার

১৯ বছর পর ন্যু ক্যাম্পে বার্সেলোনার টানা হার

ইউরোপা লিগে হেরে টিকিট নীতিতে পরিবর্তন আনছে বার্সেলোনা

ইউরোপা লিগে হেরে টিকিট নীতিতে পরিবর্তন আনছে বার্সেলোনা

ম্যাচ হেরে ফুটবলারদের ভুলকেই দায়ী করছেন জাভি

ম্যাচ হেরে ফুটবলারদের ভুলকেই দায়ী করছেন জাভি