অ্যালিসনকে ছাড়াই কমিউনিটি শিল্ডে নামবে লিভারপুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০১ পিএম, ২৮ জুলাই ২০২২
অ্যালিসনকে ছাড়াই কমিউনিটি শিল্ডে নামবে লিভারপুল

ইংলিশ ফুটবলের মৌসুমের শুরুটা হয় কমিউনিটি শিল্ড ম্যাচ দিয়ে। ২০২২-২৩ মৌসুমে ওই ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। সিটিজেনদের বিপক্ষে এই ম্যাচে লিভারপুল দলে থাকবেন না গোলরক্ষক অ্যালিসন বেকার। বিষয়টি নিশ্চিত করেছেন অলরেড কোচ ইয়ুর্গেন ক্লপ।

অ্যাবডোমিনাল ইনজুরিতে ভুগছেন লিভারপুলের ব্রাজিলিয়ান রিক্রুট অ্যালিসন। সেই ইনজুরি কাটিয়ে কাটিয়ে প্রিমিয়ার লিগের প্রথম সপ্তাহেই দেখা মিলবে অ্যালিসনের। বিষয়টি নিশ্চিত করেছেন ইয়ুর্গেন ক্লপ। 

এই বিষয়ে ক্লপ বলেন, “আজ (বৃহস্পতিবার) অ্যালিসন অনুশীলন করেছে। ফুলহামের বিপক্ষে ম্যাচে খেলবে।”

অ্যালিসনের ফেরার বিষয়ে সুখবর দিতে পারলেও ইনজুরিতে জোতাকে নিয়ে এখনো কিছু বলতে পারেননি ক্লপ। প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচের আগে অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন জোতা। পায়ের ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা জোতাকেও পাওয়া যাবে না কমিউনিটি শিল্ডের ম্যাচে।

জোতার বিষয়ে ক্লপ বলেন, “ডিয়েগোর (জোতা) ফেরার বিষয়ে এখনই কিছ বলা যাচ্ছে না। দেখা যাক ও কবে ফেরে।”

একই দিনে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনহোর বিষয়ের নিজের সিদ্ধান্তের কথাও জানিয়ে দিয়েছেন ক্লপ। লিভারপুলের জার্সিতে ২০২২-২৩ মৌসুমেই ইতি ঘটবে ফিরমিনহোর লিভারপুল ক্যারিয়ারের। মৌসুম শেষের আগেই ফিরমিনহো নিজের ভবিষ্যত গন্তব্য খুঁজে নিবে বলেও বিশ্বাস তার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

‘বর্তমান ফিটনেসে ৩৯ বছর পর্যন্ত খেলতে পারবে মানে’

‘বর্তমান ফিটনেসে ৩৯ বছর পর্যন্ত খেলতে পারবে মানে’

সালাহ’র সোরাটা এখনো বাকি: ক্লপ

সালাহ’র সোরাটা এখনো বাকি: ক্লপ

বেতন নয়, নতুন চ্যালেঞ্জ নিতেই বায়ার্নে মানে

বেতন নয়, নতুন চ্যালেঞ্জ নিতেই বায়ার্নে মানে

বেতন নিয়ে মতবিরোধ, ৬০ মিলিয়ন পাউন্ডে সালাহকে ছাড়তে রাজি লিভারপুল

বেতন নিয়ে মতবিরোধ, ৬০ মিলিয়ন পাউন্ডে সালাহকে ছাড়তে রাজি লিভারপুল