ঢাকায় আসছেন পেলে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৩ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৯
ঢাকায় আসছেন পেলে

ফাইল ছবি

প্রীতি ম্যাচের খেলা দেখতে বাংলাদেশে আসছেন ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলে। অক্টোবরে অনুষ্ঠেয় স্বাধীন বাংলা ফুটবল টিম অ্যান্ড ফ্রেন্ডস ও ফুটি হ্যাগস টিম অ্যান্ড ফ্রেন্ডস মধ্যকার ম্যাচটি দেখতে ঢাকায় আসবেন তিনি।

জানা গেছে, বাংলাদেশে ফুটবলের হারানো গৌরব জাগিয়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আর এ উপলক্ষে পেলেকে বাংলাদেশে আনার ব্যবস্থা করছেন ফুটি হ্যাগস টিম অ্যান্ড ফ্রেন্ডস এবং চল খেলি ট্রাস্ট।

ফুটি হ্যাগস টিম অ্যান্ড ফ্রেন্ডস এর হয়ে শুরু থেকেই খেলছেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। এ বিষয়ে তিনি গণমাধ্যমকে জানান, সারাবিশ্বে ফুটবল নিয়ে উন্মাদনা থাকলেও বাংলাদেশে তুলনামূলক কম। মূলত বাংলাদেশে ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং দর্শকদের ফুটবলমুখী করতেই ফুটি হ্যাগস টিম অ্যান্ড ফ্রেন্ডস কাজ করছে।

তিনি আরও বলেন, এরই অংশ হিসেবে ফুটি হ্যাগস টিম অ্যান্ড ফ্রেন্ডস এর ক্যাপ্টেন এবং চল খেলি ট্রাস্টের চেয়ারম্যান আশিকুর রহমান বাংলাদেশে ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলেকে আনার ব্যবস্থা করেছেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

ফিফার বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি

ফিফার বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি

এক নজরে ফিফা বর্ষসেরা পুরস্কার

এক নজরে ফিফা বর্ষসেরা পুরস্কার

ওসাসুনাকে হারিয়ে শীর্ষে উঠলো রিয়াল

ওসাসুনাকে হারিয়ে শীর্ষে উঠলো রিয়াল

নারী সমর্থকদের পক্ষে উয়েফার দুর্দান্ত প্রতিবাদ

নারী সমর্থকদের পক্ষে উয়েফার দুর্দান্ত প্রতিবাদ