পিএসজি ‘ছাড়ছেন’ থিয়াগো সিলভা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩১ পিএম, ১০ জুন ২০২০
পিএসজি ‘ছাড়ছেন’ থিয়াগো সিলভা

মৌসুমের শেষে অধিনায়ক থিয়াগো সিলভার জন্য নতুন চুক্তির কোন প্রস্তাব দিচ্ছে না প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি)। ফলে ধরে নেওয়া হচ্ছে, এবারের গ্রীষ্মে ফ্রি এজেন্ট হিসেবে দলবদলের বাজারে উপস্থিত থাকবেন এই ব্রাজিলিয়ান।

৩৫ বছর বয়সী থিয়াগো ২০১২ সালে এসি মিলান থেকে পিএসজিতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ৩০০টিরও বেশি ম্যাচ খেলেছেন। পিএসজির স্পোর্টিং পরিচালক লিওনার্দো জানিয়েছেন, তার সাথে আর চুক্তি বাড়াতে চাচ্ছে না প্যারিসের জায়ান্টরা।

মৌসুমের শেষেই থিয়াগোর সাথে ক্লাবের বর্তমান চুক্তি শেষ হয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, থিয়াগো হয়তো আবারও মিলানে ফিরে আসবেন বা প্রিমিয়ার লিগে এভারটনে পুনরায় কার্লো আনচেলত্তির অধীনে খেলবেন। এই জুটি একসাথে পিএসজি ও মিলানে দীর্ঘ সময় কাটিয়েছেন। প্রায়ই থিয়াগো কান্তের প্রতি তার ভালোবাসার কথা বলে থাকেন।

এ সম্পর্ক থিয়াগো বলেছেন, ক্যারিয়ারে আমি অনেক কোচের সাথেই কাজ করেছি। কিন্তু আনচেলত্তির সাথে সম্পর্কটা সবসময়ই ভিন্ন ছিল। ইউরোপে প্রথম আসার পর সামনে এগিয়ে যাওয়া মোটেই সহজ ছিল না।

তিনি বলেন, এসি মিলানে যোগ দেওয়ার পর ছয় মাস আমি কোন ম্যাচে খেলিনি। কিন্তু আমি অন্যতম সেরা কোচ আনচেলত্তির অধীনে অনুশীলনের সুযোগ পেয়েছিলাম। আমি বলে বোঝাতে পারবো না, ঐ ছয়মাস আমার ক্যারিয়ারে জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। ঐ সময়টা আমার জীবনকে পাল্টে দিয়েছে।

এদিকে পিএসজি ছাড়ার আগে আগস্টে থিয়াগোর সামনে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ রয়েছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ফুটবলে অধিক সংখ্যক কৃঞ্চাঙ্গ কোচ চান স্টার্লিং

ফুটবলে অধিক সংখ্যক কৃঞ্চাঙ্গ কোচ চান স্টার্লিং

স্বাস্থ্যবিধি ভঙ করায় ছয় ফুটবলার নিষিদ্ধ

স্বাস্থ্যবিধি ভঙ করায় ছয় ফুটবলার নিষিদ্ধ

সেপ্টেম্বরে শুরু হতে পারে নারীদের ফুটবল লিগ

সেপ্টেম্বরে শুরু হতে পারে নারীদের ফুটবল লিগ

তিন জোনে ভাগ হচ্ছে প্রিমিয়ার লিগের ভেন্যু

তিন জোনে ভাগ হচ্ছে প্রিমিয়ার লিগের ভেন্যু