বিয়ে নিয়ে সংবাদ সম্মেলনে নাসির-তামিমা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৩ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১
বিয়ে নিয়ে সংবাদ সম্মেলনে নাসির-তামিমা

বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা তাম্মী। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বনানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিয়ে নিয়ে সকল তথ্য খোলাসা করেন নাসির ও তার সহধর্মিণী।

সংবাদ সম্মেলনে তামিমা তাম্মী, ‘মিস্টার রাকিব আমাদের নিয়ে যা বলেছেন সেসব কথা সব মিথ্যা। তার কথার মধ্যে সত্য হলো রাকিবের সাথে আমার বিয়ে হয়েছিল এবং আমাদের একটি বাচ্চা আছে। উনি যেটা করছেন সেটা এখন সবারই জানা হয়ে গেছে। তিনি যেসব মিথ্যে কথা বলেছেন তার প্রমাণ আমার কাছে আছে।’

নাসির হোসেন জানান, তামিমার আগে বিয়ে হয়েছিল এবং একটি বাচ্চা আছে এটা তিনি জানেন। এছাড়া রাকিবকে ডির্ভোস দেওয়ার পরই তামিমাকে তিনি বিয়ে করেছেন। ইসলামী শরীয়ার সকল কিছু মেনেই তারা দু’জনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে।

সংবাদ সম্মেলনে নাসির বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় যেসব কথা বলা হচ্ছে এসব হয়তো আমি সহ্য করতে পারছি কিন্তু তামিমা তো সহ্য করতে পারছে না। ও যদি যে কোনো মুহূর্তে রঙ ডিসিশন নেয় তাহলে এর দায়ভার কে নেবে? আর রাকিব সাহেব যেভাবে কথা বলেছে, এভাবে তো বলতে পারেন না। তামিমাকে কিছু বলা মানে আমাকে বলা। তামিমা এখন আমার স্ত্রী। তাকে নিয়ে যদি কেউ উল্টোপাল্টা কথা বলে তাহলে আমি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে নাসির হোসেন নববধূ তামিমা সুলতানার সাথে গাঁটছড়া বাঁধেন। নাসিরের পরিবারের সদস্যদের নিয়ে ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা।

এদিকে তামিমা-নাসির ‘আইনবহির্ভুতভাবে’ বিয়ে করে উল্লেখ করে বুধবার তামিমার আগের স্বামী রাকিব মামলার আবেদন করেছেন। সে বিয়ষে সংবাদ সম্মেলনে উপস্থিত নাসিরের আইনজীবী জানান, আমরা সংবাদ মাধ্যম থেকে মামলার তথ্য জানতে পেরেছি, এখনো কাগজ হাতে পাইনি। কাগজ পেলে আমরা আইনিভাবেই সেটি মোকাবেলা করবো।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নাসির-তামিমার বিরুদ্ধে মামলার আবেদন

নাসির-তামিমার বিরুদ্ধে মামলার আবেদন

ওসব ভাবছি না, সুযোগ পেলে সেরাটা দিব : সাইফউদ্দিন

ওসব ভাবছি না, সুযোগ পেলে সেরাটা দিব : সাইফউদ্দিন

দেশের খেলা আগে, দলে থাকলে টেস্ট খেলবো : মোস্তাফিজ

দেশের খেলা আগে, দলে থাকলে টেস্ট খেলবো : মোস্তাফিজ

আন্তর্জাতিক ক্রিকেট বিদায় বললেন থারাঙ্গা

আন্তর্জাতিক ক্রিকেট বিদায় বললেন থারাঙ্গা