ক্যান্সারে আক্রান্ত শিশুর চিকিৎসায় নিলামে সাউদির বিশ্বকাপ জার্সি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৯ এএম, ৩০ জুন ২০২১
ক্যান্সারে আক্রান্ত শিশুর চিকিৎসায় নিলামে সাউদির বিশ্বকাপ জার্সি

মানুষ মানুষেরই জন্য। মানুষের বিপদে মানুষ এগিয়ে আসবে এটিই স্বাভাবিক। খেলোয়াড় হিসেবে নয়, বরং মানুষ হিসেবে আরেক মানুষের পাশে দাঁড়ালেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। ক্যান্সার আক্রান্ত ৮ বছরের বাচ্চার জন্য সাউদি সদ্য শেষ হওয়া টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনালের জার্সি নিলামে তুলেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সেই জার্সির একটি ছবিও পোস্ট করেন সাউদি। টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলা সকলের স্বাক্ষর সম্বলিত জার্সিটি কিনে ক্যান্সার আক্রান্ত ৮ বছরের শিশু হোল্লি বেট্টিসের সাহায্যে এগিয়ে আসার জন্য সকলকে আহ্বান জানান তিনি। ক্যান্সার আক্রান্ত এই মেয়ের সম্পর্কে আরও আগে থেকেই অবগত ছিলেন সাউদি।

এর আগে বেট্টিসের সহায়তায় এগিয়ে এসেছিলেন আরেক কিউই ক্রিকেটার গাপটিলও। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি বিশেষ ব্যাট ব্যবহার করেন গাপটিল, যেটি পরে নিলামে তুলে বিক্রি করে পুরো অর্থ বেট্টিসের চিকিৎসার জন্য প্রদান করেন তিনি।

টিম সাউদি তার পোস্টে লিখেন, 'আমি টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনালের একটি জার্সি নিলামে তুলেছি। এ নিলাম থেকে প্রাপ্ত সকল অর্থ বেট্টিসের পরিবারকে প্রদান করা হবে। আমি যখন জানতে পারলাম যে বেট্টিসের আরও চিকিৎসা প্রয়োজন তখন থেকেই আমি তাকে সহযোগিতা করার জন্য উপায় খুঁজছিলাম।'

সাউদি আরও লিখেন, 'আমি আশা করি এই জার্সি বেট্টিসের পরিবারকে তার চিকিৎসা খরচ চালাতে কিছুটা হলেও সাহায্য করবে। একজন পিতা হিসেবে আমিও ব্যথিত।'

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনালে বল এবং ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সাউদি। ফাইনালে তিনি ১১২ রানে ৫ উইকেট শিকার করার পাশাপাশি ব্যাট হাতে করেছিলেন গুরুত্বপূর্ণ ৩০ রান।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

লঙ্কান ক্রিকেটাররা ইংল্যান্ডের রাস্তায়, তদন্তের মুখোমুখি

লঙ্কান ক্রিকেটাররা ইংল্যান্ডের রাস্তায়, তদন্তের মুখোমুখি

মাতৃত্বকালীন ছুটিতে থেকেও পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে বিসমাহ মারুফ

মাতৃত্বকালীন ছুটিতে থেকেও পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে বিসমাহ মারুফ

ব্যতিক্রম সাউদি, খেলতে চান আরও টেস্ট

ব্যতিক্রম সাউদি, খেলতে চান আরও টেস্ট

ইউনিস খানকে নিয়ে মুখ খুললেন মিসবাহ

ইউনিস খানকে নিয়ে মুখ খুললেন মিসবাহ