চিকিৎসা নিতে ভারত যাচ্ছেন মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ০২ মার্চ ২০২২
চিকিৎসা নিতে ভারত যাচ্ছেন মাশরাফি

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবার লেজেন্ডস অব রুপগঞ্জের হয়ে খেলবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বুধবার (২ মার্চ) দলবদলের আনুষ্ঠানিকতা চুক্তি সেরেছেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন যে, চিকিৎসার জন্য আগামী সপ্তাহেই ভারতে যাচ্ছেন।

দলবদলের চুক্তি সারতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) কার্যালয়ে এসেছিলেন মাশরাফি। বদবদলের কাজ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

মাশরাফি বলেন, “আমার ব্যাক পেইন আছে একটু। ট্রিটমেন্ট করাতে যাচ্ছি (ভারতে)। আশা করি সব ঠিক হলে ফিজিক্যালি আনফিটের ক্ষেত্রে ক্রিকেটীয় যে এক্টিভিটিজ বা অন্যান্য যেসব আছে আমি সেসব নিয়ে মাঝখানে ট্রেনিং করেছি। যথেষ্ট টুর্নামেন্ট ছিল না খেলার সুযোগ কম ছিল।”

জাতীয় দলের সাবেক এ অধিনায়ক আরও বলেন, “বিপিএল ছিল, ওই সময় ব্যাক পেইনটা পেয়েছি। ওটার ট্রিটমেন্টটা করার পর আশা করি সমস্যা হবে না। ৯ মার্চ (বুধবার) ভারতে ডাক্তারের এপয়েনমেন্ট নেওয়া আছে। পরিবার নিয়ে যাচ্ছি, একটু ঘোরাঘুরিও করবো। যে কারণে ২-৩ দিন আগেই চলে যাব।”

এদিকে, চিকিৎসার জন্য ভারতে চলে যাওয়ায় ডিপিএলের শুরু থেকে মাশরাফিকে মাঠে পাওয়া যাবে না। এছাড়া পরিবারের সদস্যদের সাথে নিয়ে যাওয়ায় তার ফিরতেও একটু বেশি সময় লাগতে পারে।

ডিপিএলের সর্বশেষ মৌসুমে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলেছেন মাশরাফি। করোনার কারণে ২০২০ সালের ওই মৌসুমের খেলা স্থগিত হয়ে পড়লে গত বছর টুর্নামেন্টটি টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজন করা হয়। তবে সেখানে মাশরাফি অংশ নেননি।

সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মিনিস্টার ঢাকার হয়ে খেলেছেন মাশরাফি। তবে চোটের কারণে চার ম্যাচের বেশি খেলতে পারেননি। পিঠের চোটের কারণে তাকে থাকতে হয়েছে খেলার বাইরে। এবার সেই চোটের চিকিৎসা নিতেই ভারত যাচ্ছেন মাশরাফি।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

একই বোলার, একই ভুল, হতাশ করলেন তামিম

একই বোলার, একই ভুল, হতাশ করলেন তামিম

‘বাইরের’ মাশরাফিকে নিয়ে কথা বলা পছন্দ নয় ডোমিঙ্গোর

‘বাইরের’ মাশরাফিকে নিয়ে কথা বলা পছন্দ নয় ডোমিঙ্গোর

‘টপ-অর্ডারকে শুধু ব্ল্যাম দিলে হবে না, ইউনিট হিসেবে ভালো করতে হবে’

‘টপ-অর্ডারকে শুধু ব্ল্যাম দিলে হবে না, ইউনিট হিসেবে ভালো করতে হবে’

চুক্তিতে থাকা ক্রিকেটারদের অবশ্যই খেলতে হবে: নাজমুল হাসান

চুক্তিতে থাকা ক্রিকেটারদের অবশ্যই খেলতে হবে: নাজমুল হাসান