ইন্ডিয়ান ওয়েলস বাতিল হলেও অনুষ্ঠিত হবে মিয়ামি ওপেন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০০ পিএম, ১০ মার্চ ২০২০
ইন্ডিয়ান ওয়েলস বাতিল হলেও অনুষ্ঠিত হবে মিয়ামি ওপেন

করোনাভাইরাসের কারণে ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স টুর্নামেন্ট বন্ধ হলেও মাসের শেষে নির্ধারিত মিয়ামি ওপেনের আসর সময়মতই অনুষ্ঠিত হবে। আয়োজক সংস্থার পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।

টুইটারে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে মিয়ামি ওপেনের আয়োজকরা জানান, ২৩ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠেয় এ টুর্নামেন্টের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তারা আরও জানায়, ‘খেলোয়াড়দের নিরাপত্তা সর্বোচ্চ প্রাধান্য পাবে। স্থানীয়ভাবে স্বাস্থ্য সংস্থার মাধ্যমে করোনাভাইরাস পরিস্থিতি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সাথে এটিপি ও ডব্লিউটিএ কর্তৃক সুপারিশকৃত গাইডলাইনও সকলের জন্য নিশ্চিতের ব্যবস্থা করা হয়েছে। এখানে শুধুমাত্র খেলোয়াড়রাই নয়, সমর্থক-স্টাফ-অফিসিয়ালরাও জড়িত।’

এ বিবৃতি দেওয়ার কিছুক্ষণ আগে ক্যালিফোর্নিয়া অনুষ্ঠিতব্য এ বছরের ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্টটি বাতিল ঘোষণা করা হয়। টুর্নামেন্ট শুরুর একদিন আগে বাতিলের এ ঘোষণা আসে।

করোনাভাইরাসের কারণে উত্তর আমেরিকায় বাতিল হওয়া ক্রীড়া আসরগুলোর মধ্যে ইন্ডিয়ার ওয়েলস অন্যতম হাই-প্রোফাইল একটি টুর্নামেন্ট। বিশ্ব টেনিস অঙ্গনে বছরের চারটি গ্র্যান্ড স্ল্যামের বাইরে ইন্ডিয়ান ওয়েলসকে অন্যতম গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হিসেবে বিবেচনা করা হয়।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিদায় বললেন মারিয়া শারাপোভা

বিদায় বললেন মারিয়া শারাপোভা

পিট সাম্প্রাসের আরও কাছে জকোভিচ

পিট সাম্প্রাসের আরও কাছে জকোভিচ

রেকর্ড দর্শকের উপস্থিতিতে খেললেন ফেদেরার-নাদাল

রেকর্ড দর্শকের উপস্থিতিতে খেললেন ফেদেরার-নাদাল

শিরোপা ধরে রাখলেন জকোভিচ

শিরোপা ধরে রাখলেন জকোভিচ