দক্ষিণ আফ্রিকা গেল টাইগারদের প্রথম বহর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৫ এএম, ১১ মার্চ ২০২২
দক্ষিণ আফ্রিকা গেল টাইগারদের প্রথম বহর

তিন ভাগে বিভক্ত হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এর মধ্যে প্রথম বহরে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়লো আটজন। তাদের মধ্যে চারজন ক্রিকেটার এবং বাকি চারজন অন্যান্য সদস্য। শুক্রবার (১১ মার্চ) বেলা পৌনে ১১টার ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন।

দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচে ওয়ানডে সিরিজ এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। দেশটির উদ্দেশে প্রথম বহরে যাওয়া আটজন হলেন- ক্রিকেটার নাসুম আহমেদ, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি রাব্বি ও এবাদত হোসেন।

এছাড়া নির্বাচক হাবিবুল বাশার সুমন, টিম ম্যানেজার নাফিস ইকবাল, ফিজিও বায়েজিদ ইসলাম ও টিম অ্যানালিস্ট নাসির আহমেদ নাসু তাদের সাথে উড়াল দিয়েছেন।

প্রথম বহর যাওয়ার ১২ ঘণ্টা পর রাত ১১টার ফ্লাইটে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ দলের দ্বিতীয় বহর। শেষ বহরে ঢাকা শনিবার বেলা পৌনে ১১টার ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন টেস্ট দলের স্পেশালিস্টরা।

দুইদিনে তিন বহরের বাইরেও আরও একটি ছোট্ট গ্রুপ উড়াল দেবে দক্ষিণ আফ্রিকায়। বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, চিকিৎসক দেবাশীষ চৌধুরী এবং নতুন ফিল্ডিং কোচ শন ম্যাকডারমট থাকবেন ওই বহরে। তবে তাদের ফ্লাইটের সময় এখনো জানা যায়নি।

সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে টাইগাররা মাঠে নামবে ১৮ মার্চ। সিরিজের বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ মার্চ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে দুটি টেস্ট। প্রথম টেস্ট শুরু হবে ৩১ মার্চ এবং দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ এপ্রিল। নির্ধারিত সময় অনুযায়ী ১২ এপ্রিল টেস্ট ম্যাচ শেষে পরদিন ১৩ এপ্রিল ঢাকার উদ্দেশে রওয়ানা দেবে বাংলাদেশ ক্রিকেট দল।

দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে ওয়ানডে ও টেস্ট স্কোয়াডে সাকিব আল হাসানকে রাখা হলেও পরে ছুটি নেওয়ায় পুরো সিরিজে তাকে আর পাওয়া যাচ্ছে না। ফলে প্রথমদিকে স্কোয়াডে থাকলেও দলের সাথে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন না সাকিব

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মো. মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী, মাহমুদুল হাসান জয় ও সৈয়দ খালেদ আহমেদ।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড
মমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহি, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শাদমান ইসলাম এবং কাজী নুরুল হাসান সোহান।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, তিন ফরম্যাটেই সাকিব

বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, তিন ফরম্যাটেই সাকিব

দলের জয়ে অবদান রাখাই তাসকিনের ‘মূল লক্ষ্য’

দলের জয়ে অবদান রাখাই তাসকিনের ‘মূল লক্ষ্য’

টি-টোয়েন্টি বোলারদের তালিকায় সেরা দশে নাসুম আহমেদ

টি-টোয়েন্টি বোলারদের তালিকায় সেরা দশে নাসুম আহমেদ

অবশ্যই জেতার লক্ষ্য নিয়ে যাব: তামিম ইকবাল

অবশ্যই জেতার লক্ষ্য নিয়ে যাব: তামিম ইকবাল