‘সাকিব মেন্টালি ডিস্টার্ব ‍ছিলো’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২১ পিএম, ১২ মার্চ ২০২২
‘সাকিব মেন্টালি ডিস্টার্ব ‍ছিলো’

বোলিং কিংবা ব্যাটিং; বেশ কিছুদিন ধরেই ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। আফগানিস্তানের সিরিজের পর সাকিব নিজেও সেটি স্বীকার করেছেন। শারীরিক ও মানসিক অবস্থা খেলার মতো নেই উল্লেখ করে ছুটিও নিয়েছিলেন। তবে নানা নাটকীয়তার পর সর্বশেষ সাকিব জানালেন, ছুটি নিচ্ছেন না। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য তিনি প্রস্তুত। সবকিছু ঠিক থাকলে বোর্ড সংশ্লিষ্টদের সাথে উড়াল দেবেন।

সাকিবের খেলা না খেলা, এমনকি ছুটি চাওয়া -এ সব কিছুর পেছনেই শারীরিক নয়, মানসিক সমস্যা ছিল বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‍‘আমার বলা উচিৎ না, তাও বলছি, ও (সাকিব) একটু মেন্টালি ডিস্টার্ব।’

নাজমুল হাসান পাপন বলেন, “টানা এতগুলো খেলা, ক্রিকেটারদের জন্য আসলেই অসুবিধা। আমি নিজেও মনে করি মাঝে-মধ্যে খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া উচিৎ। সে জন্য আমি বলেছিলাম ও (সাকিব) যদি খেলতে না চায়, তাহলে যেন আগে আগে বলে দেয়। তবে সিরিজের আগ মুহূর্তে না।”

বিসিবি সভাপতি বলেন, “সাকিব বলেছে যে, সে ম্যানটালি ডিস্ট্রার্ব। এটা আমাদের সকলেরই হয়। মানুষ ম্যান্টালি ডিস্ট্রার্ব থাকতেই পারে। যেটা আসলে কেউ জানেই না। সাকিব ম্যান্টালি ডিস্ট্রার্ব থাকায় ডিসিশন নিতে একটু সমস্যা হয়েছিল। যাই হোক, সে আমার সাথে লম্বা আলোচনা করেছে এবং বলেছে যে, সে এখন সব ফরম্যাটে খেলতে অ্যাভেলেবল এবং দক্ষিণ আফ্রিকা সফর থেকেই।”

সাকিবের বিষয়ে নাজমুল হাসান পাপন বলেন, “ও (সাকিব) যেহেতু আমাকে বলেছে, আমার বলা উচিৎ না তাও বলছি, ও একটু ম্যানটালি ডিস্ট্রার্ব। আমার মনে হয় এ সময়টায় আমাদের সকলেরই ওর পাশে থাকা উচিৎ। ওকে সাপোর্ট দেওয়া উচিৎ।”

সাকিব এর আগেও বেশ কয়েকটি সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন। সে সময়ও বেশ সমালোচনা হয়েছে। তবে সাংবাদিকদের উদ্দেশ্যে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কোন বিষয় নিয়ে পুরোপুরি না জেনে অনুমান করে সংবাদ প্রকাশ না করতে অনুরোধ করেন তিনি।

নাজমুল হাসান পাপন বলেন, ‍“এখন একটা-দুইটা সিরিজ যদি কেউ না খেলে, এখানে এত অনুমানের দরকার নেই। এখানে বলে রাখি, বোর্ডও অনেক সময় অনেককে রাখবে না (ম্যাচে)। নতুন কাউকে পুশ করতে পারে। আপনারা (সাংবাদিক) স্পোর্টিংলি নেন, এটাই আমি বলবো। দিস ইজ দ্য পার্ট অব দ্য গেম। এবং এটাই সারা পৃথিবীতে হয়ে আসছে।”

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

বিসিবির ছুটি না নিয়ে দক্ষিণ আফ্রিকায় খেলছেন সাকিব

বিসিবির ছুটি না নিয়ে দক্ষিণ আফ্রিকায় খেলছেন সাকিব

সাকিবকে চুক্তিতে রাখা নিয়ে সাংবাদিকদের পাল্টা প্রশ্ন ছুঁড়লেন নির্বাচক রাজ্জাক

সাকিবকে চুক্তিতে রাখা নিয়ে সাংবাদিকদের পাল্টা প্রশ্ন ছুঁড়লেন নির্বাচক রাজ্জাক

‘আমি ৫১, এখনও মনে হয় দেশের জার্সি পড়ে খেলি’

‘আমি ৫১, এখনও মনে হয় দেশের জার্সি পড়ে খেলি’

আইপিএলে দল পেলে ‘মানসিকতা’ খেলার মতো হতো: সাকিব প্রসঙ্গে পাপন

আইপিএলে দল পেলে ‘মানসিকতা’ খেলার মতো হতো: সাকিব প্রসঙ্গে পাপন