প্রথম ম্যাচের ‘আত্মবিশ্বাসে’ সিরিজ জয়ের প্রত্যাশা বাংলাদেশের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ২২ মার্চ ২০২২
প্রথম ম্যাচের ‘আত্মবিশ্বাসে’ সিরিজ জয়ের প্রত্যাশা বাংলাদেশের

দীর্ঘ চার বছর দক্ষিণ আফ্রিকা সফরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে জিতে এগিয়ে গেলেও দ্বিতীয় ম্যাচে হেরে সমতায় ফিরেছে টাইগাররা। তবে সেঞ্চুরিয়নে শেষ ম্যাচ জিতে সিরিজ জয়ের রেকর্ড গড়ার প্রত্যাশায় বাংলাদেশ। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের ম্যাচ জয়ের রেকর্ডটি সেঞ্চুরিয়নেই গড়েছিল টাইগাররা।

বুধবার (২৩ মার্চ) সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। দু’দলই একটি করে ম্যাচ জেতায় শেষ ওয়ানডেটি নির্ধারিত হয়েছে অষোষিত ফাইনালে। সিরিজ নির্ধারণের ম্যাচের সেঞ্চুরিয়নে বলেই অনেকটা ‘আত্মবিশ্বাসী’ বাংলাদেশ দল। বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের কণ্ঠেও ঝড়লো একই বাণী।

মিরাজ বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী আছি। এখনও আমরা ম্যাচের ভেতরেই আছি। আমরা একটা জিতেছি, ওরা একটা। যেহেতু প্রথম ম্যাচ আমরা এখানে জিতেছি, আত্মবিশ্বাস সবারই ভালো আছে।’

তিনি বলেন, ‘আমরা যদি এখনই ফল নিয়ে চিন্তা করি যে, সিরিজ জিতব বা কী হবে না হবে, তাহলে আমাদের জন্য কঠিন হবে। আমরা যেটা করতে পারি, মাঠে ভালো ক্রিকেট খেলতে পারি।’

ভালো ক্রিকেট খেলার পাশাপাশি নিজেদের শক্তিমত্তা অনুযায়ী খেলতে পারলে আরও ভালো ক্রিকেট খেলা সম্ভব বলেও মনে করেন মিরাজ।

বাংলাদেশ দলে এ অলরাউন্ডার বলেন, ‘দিনশেষে আমাদের পক্ষে থাকলে, সবাই ভালো ক্রিকেট খেললে, ম্যাচটা জিততে পারি। জিততেই হবে এ রকম নয়। আমরা চেষ্টা করবো ভালো ক্রিকেট খেলতে এবং আমাদের শক্তি অনুযায়ী যেন করতে পারি।’

অন্য মাঠের তুলনায় কিছু্টা ছোট সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্ক। যার ফলে এ মাঠে রানবন্যা হয়। বাংলাদেশ ক্রিকেট দলও সিরিজের প্রথম ম্যাচে ৩১৪ রানের সংগ্রহ গড়ছিল। প্রথম ম্যাচের মতো শেষ ওয়ানডেতেও স্কোর বোর্ডে বেশি রান তোলার দিকে মনোযোগী হতে চান মিরাজ।

তিনি বলেন, ‘ওয়ানডে ক্রিকেটে রান খুব গুরুত্বপূর্ণ। ২০০ রান করে জেতা সম্ভব নয়, বিশেষ করে ওদের মাটিতে। আমরা যদি ভালো একটা স্কোর গড়ি, তাহলে জেতাটা সহজ হয়ে যায়। সব সময় আমরা খেলায় থাকবো।’

সিরিজের প্রথম দুই ওয়ানডেতেই প্রথমে ব্যাট করেছিল বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ৩১৪ রান করলেও দ্বিতীয় ম্যাচে ১৯৪ রানের বেশি করতে পারেনি টাইগাররা।

দ্বিতীয় ওয়ানডেতে রান করতে না পারার কারণ হিসেবে উইকেটের আচরণকে দোষারোপ করেন মিরাজ।বলেন, ‘প্রথম ম্যাচে আমরা জিতেছি, খুব ভালো ক্রিকেট খেলেছি। দ্বিতীয় ম্যাচে আমরা সবাই দেখেছি, উইকেটের আচরণ ও রকম ছিল না। উইকেট ভালো থাকলে হয়তো আরও ভালো ক্রিকেট খেলতে পারতাম।’

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিততে পারলে অন্য প্রতিপক্ষদের কাছ থেকে আরও বেশ সমীহ আদায় করা সম্ভব হবে বলে মনে করেন মিরাজ।

তার ভাষ্য মতে, ‘এ রকম একটা কন্ডিশনে যদি আমরা সিরিজ জিততে পারি, তাহলে আমাদের দলের অবস্থা অনেক উপরে উঠবে। অনেক বড় দল তখন আমাদের নিয়ে আলাদা চিন্তা করবে। আমরা অবশ্যই চেষ্টা করবো ভালো ক্রিকেট খেলতে। একজন ক্রিকেটার অনেক আত্মবিশ্বাসী থাকে, যখন দেশের বাইরে সিরিজ জিতে আসে।’

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে বুধবার (২৩ মার্চ) মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। সিরিজে দু’দলই একটি করে ম্যাচ জিতে সমতায় রয়েছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ ও স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

‘তাসকিনের আইপিএল খেলতে আপত্তি নেই, তবে সিরিজ শেষে’

‘তাসকিনের আইপিএল খেলতে আপত্তি নেই, তবে সিরিজ শেষে’

প্রথম শ্রেণিতে লক্ষ্য নেই, মূল লক্ষ্য জাতীয় দল: শামীম পাটোয়ারী

প্রথম শ্রেণিতে লক্ষ্য নেই, মূল লক্ষ্য জাতীয় দল: শামীম পাটোয়ারী

নিয়ম যাই হোক, তা যেন সবার জন্যই প্রযোজ্য হয়: তাসকিন ইস্যুতে মাশরাফি

নিয়ম যাই হোক, তা যেন সবার জন্যই প্রযোজ্য হয়: তাসকিন ইস্যুতে মাশরাফি

সাকিব স্যাক্রিফাইস করছে, এটা গুড নিউজ : সুজন

সাকিব স্যাক্রিফাইস করছে, এটা গুড নিউজ : সুজন