উইকেট শিকারে চিন্তা না করেই সাফল্য পেয়েছে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪০ পিএম, ১০ জুলাই ২০২১

বাংলাদেশের দুই স্পিনার সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে প্রথম ইনিংসে ২৭৬ রানেই গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। ফলে ১৯২ রানের বিশাল লিড পেয়েছে বাংলাদেশ। বল হাতে সাকিব ৪ উইকেট পেলেও মিরাজ শিকার করেছেন ৫টি। দিনের খেলা শেষে মিরাজ জানান, উইকেট শিকারই প্রধান লক্ষ্য ছিল না, ভালো জায়গায় বল করে রান চেক দেওয়ায় উইকেট চলে আসছে।

মিরাজ বলেন, ‘আমরা যখন ফিল্ডিং করছিলাম ক্যাপটেন (মমিনুল হক) একটা কথাই বলছিলেন যে, আমরা স্পিনাররা যেন রানটা চেক দেই এবং জায়গা মতো বল করি। ওদের (জিম্বাবুয়ে) পার্টনাশিপ হয়ে যাচ্ছিল.... তবে লাঞ্চের পর আমরা খুব ভালো বোলিং করেছি, স্পিন-পেস বোলাররা।’

অধিনায়ক মমিনুলের কথা মতো বোলিং করে সাফল্যও পেয়েছেন মিরাজ-সাকিব। তাসকিন আহমেদের একটি উইকেট ছাড়া বাকি ৯টিই নিয়েছেন তারা দু’জন।

৫ উইকেট নেওয়া মিরাজ বলেন, ‘যারাই বল করেছে রান চেক দিয়েছে। এক সেশনে ৩৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছে আমরা। এটা আমাদের জন্য অনেক ভালো ছিল। আর আমাদের মেসেস ওটাই ছিল, অধিনায়ক ওটাই বার বার বলতেছিলেন, উইকেট আসুক বা না আসুক আমরা যেন রানটা চেক দেই এবং সাকিব ভাইও একই কথা বলতেছিল।’

সাকিব-মিরাজ দুজনেই ৮২ রান করে দিয়েছেন। তবে সাকিব আল হাসান উইকেট শিকারে মিরাজের চেয়ে পিছিয়ে রয়েছে, নিয়েছেন ৪টি। তৃতীয় দিনের উইকেটে আচরণ সম্পর্কে মিরাজ বলেন, ‘উইকেটটা একটু বেশি স্লো এবং বেশি ফ্ল্যাট ছিল। স্পিনারদের জন্য কঠিন ছিল। কিন্তু আমরা যে জিনিসটা চেষ্টা করেছি, একটা জায়গায় বল করার চেষ্টা করেছি এবং রান চেক দেওয়ার চেষ্টা করেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা আরও যেটা বেশি চেষ্টা করেছি তা হলো ওরা যেন ভুল করে। আমরা ঠিক জায়গায় বল করি এবং ওরা যেন ভুল করে আউট হয়ে যায়। এটাই আমরা চেষ্টা ছিল এবং আমরা স্পিনারদের এটা বেশ কাজে লেগেছে।’

টেস্ট ক্রিকেটে বিদেশের মাটিতে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে পাঁচ ‍উইকেট শিকার করলেন মেহেদী মিরাজ। নিজের অনুভতি সম্পর্কে বলেন, ‘আলহামদুলিল্লাহ, অনেক দিন পর পাঁচ উইেকেট পেয়েছি টেস্ট ক্রিকেটে। আমার জন্য খুব ভালো ছিল। কারণ, অনেক দিন ধরে বোলিং করছি, ২-৩টা উইকেট পাচ্ছি, ৫ উইকেট পাইনি। একটা বোলারের জন্য অনেক কনফিডেন্স দেয় যখন ৫ উইকেট পাওয়া যায়।’

নিজের কাছে খুব ভালো লাগছে উল্লেক করে মিরাজ বলেন, ‘দেশের বাইরে পাঁচ উইকেট পেলে সেটা আরও বেশি কনফিডেন্স দেয়। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওদের মাটিতে পাঁচ উইকেট পেয়েছিলাম, আর দ্বিতীয়বার এবার জিম্বাবুয়ের বিপক্ষে পেলাম। অবশ্যই আমার নিজের কাছে বেশ ভালো লাগছে।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মিরাজ-সাকিবের ঘূর্ণিতে ২৭৬ রানেই গুটিয়ে গেছে জিম্বাবুয়ে

মিরাজ-সাকিবের ঘূর্ণিতে ২৭৬ রানেই গুটিয়ে গেছে জিম্বাবুয়ে

৪৬৮ রানে থামলো বাংলাদেশ

৪৬৮ রানে থামলো বাংলাদেশ

দুর্দান্ত তাসকিন, ক্যারিয়ারে প্রথম ফিফটি

দুর্দান্ত তাসকিন, ক্যারিয়ারে প্রথম ফিফটি

শতক হাঁকিয়ে ‘জবাব দিলেন’ মাহমুদউল্লাহ রিয়াদ

শতক হাঁকিয়ে ‘জবাব দিলেন’ মাহমুদউল্লাহ রিয়াদ