শেষ দিনে জয় দেখছে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩২ এএম, ১১ জুলাই ২০২১
শেষ দিনে জয় দেখছে বাংলাদেশ

দীর্ঘ আট বছর পর জিম্বাবুয়ে সফরে গিয়ে একমাত্র টেস্টে জয় দেখছে বাংলাদেশ। ম্যাচের শেষ দিনে জিম্বাবুয়েকে জিততে হলে ৩৩৭ রান করতে হবে। বিপরীতে বাংলাদেশের প্রয়োজন সাতটি উইকেট। জয়ের জন্য জিম্বাবুয়েকে ৪৭৭ রানের লক্ষ্য দিয়েছে সাদমান-শান্তরা।

শনিবার (১০ জুলাই) চতুর্থ দিনে ওপেনার সাদমাম ইসলাম ও নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরির পর ইনিংসে ঘোষণা করেন মমিনুল হক। প্রথম ইনিংস থেকে ১৯২ রানের লিডসহ জয়ের জন্য জিম্বাবুয়েকে ৪৭৭ রানের লক্ষ্যের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় বাংলাদেশ। টাইগারদের ২১ বছরের টেস্ট ইতিহাসে এটাই সবচেয়ে বড় লক্ষ্য ছুঁড়ে দেওয়ার রেকর্ড।

দিনের মধ্যভাগে বাংলাদেশ ইনিংস ঘোষণা করলে দিন শেষে ৩ উইকেটে ১৪০ রান সংগ্রহ করে স্বাগতিক জিম্বাবুয়ে। দিন শেষে বাংলাদেশের বড় স্বস্তি ভয়ঙ্কর হয়ে ওঠা অধিনায়ক ব্রেন্ডন টেইলরের উইকেট। ওয়ানডে মেজাজে খেলে ৭৩ বলে ৯২ রান করা টেইলরকে সাজঘরে ফেরান মেহেদী হাসান মিরাজ।

টেইলর ছাড়া জিম্বাবুয়ের হারানো বাকি দুটি উইকেট হলেন- মিলটন শুমভা (১১) এবং তাকুদজওয়ানসে কাইতানো (৭)। তিনটি উইকেটের মাঝে সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ একটি করে শিকার করেছেন।

এদিকে, জয় পেতে শেষ দিনে আরও ৩৩৭ রান করতে হবে জিম্বাবুয়েকে। যেখানে পুরো একটি দিনের সাথে তাদের হাতে রয়েছে সাত উইকেট।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস : ৪৬৮
জিম্বাবুয়ে ১ম ইনিংস : ২৭৬

বাংলাদেশ ২য় ইনিংস : ২৮৪/১ (ডি.)
জিম্বাবুয়ে ২য় ইনিংস: (লক্ষ্য ৪৭৭) ৪০ ওভারে ১৪০/৩ (চতুর্থ দিন শেষে)।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ ছিল, আলহামদুলিল্লাহ : মাহমুদউল্লাহ

নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ ছিল, আলহামদুলিল্লাহ : মাহমুদউল্লাহ

তাসকিন-মুজারাবানিকে আইসিসির শাস্তি

তাসকিন-মুজারাবানিকে আইসিসির শাস্তি

দুর্দান্ত তাসকিন, ক্যারিয়ারে প্রথম ফিফটি

দুর্দান্ত তাসকিন, ক্যারিয়ারে প্রথম ফিফটি

শতক হাঁকিয়ে ‘জবাব দিলেন’ মাহমুদউল্লাহ রিয়াদ

শতক হাঁকিয়ে ‘জবাব দিলেন’ মাহমুদউল্লাহ রিয়াদ