৩৪ বছর পর সোসিয়েদাদের ঘরে কোপা দেল রে’র শিরোপা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৫ পিএম, ০৪ এপ্রিল ২০২১
৩৪ বছর পর সোসিয়েদাদের ঘরে কোপা দেল রে’র শিরোপা

অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে কোপা দেল রেতে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল সোসিয়েদাদ। শনিবার (৩ এপ্রিল) রাতে সেভিয়ার লা কারতুহা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ১-০ গোলে জিতেছে সোসিয়েদাদ। জয়সূচক একমাত্র গোলটি করেছেন মাইকেল ওয়ারজাবাল।

তিন দশকেরও বেশি সময় আগে সর্বশেষ শিরোপা জিতেছিল সোসিয়েদাদ। ১৯৮৬-৮৭ মৌসুমে স্পেনের দ্বিতীয় সেরা এ প্রতিযোগিতাতেই চ্যাম্পিয়ন হয়েছিল তারা। সেই হিসেবে ৩৪ বছর পর আবারও শিরোপা জয় করলো দলটি।

ফাইনাল ম্যাচে বল দখলে এগিয়ে ছিল সোসিয়েদাদ। তবে গোলের জন্য খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। মোট ৬টি শটের মধ্যে গোলের উদ্দেশে প্রতিপক্ষের জালে শট ছিল মাত্র মাত্র দুটি। যার মধ্যে একটি গোলে পরিণত হয়েছে, সেটিও আবার পেনাল্টি শটে।
sportsmail24
অন্যদিকে, গোলবারের দিকে বিলবাও মোট শট নিয়েছে ৫টি, যার মধ্যে টার্গেট শট ছিল মাত্র একবার। ফলে দলের বাকি খেলোয়াড়রা মাঠে ব্যস্ত থাকলেও দুই দলের গোলরক্ষকরা ছিলেন বেশ আরামেই।

দুই দলের এমন খেলায় গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় রিয়াল সোসিয়েদাদ ও অ্যাথলেটিক বিলবাও। বিরতি থেকে ফিরে ৬৩তম মিনিটে ধাক্কা খায় বিলবাও। ডি-বক্সে প্রতিপক্ষের ফরোয়ার্ড পোর্তুকে ফাউল করলে স্প্যানিশ ডিফেন্ডার মার্তিনেসকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

পেনাল্টি পাওয়া শটেই জয় সূচক একমাত্র গোলটি আদায় করে নেয় সোসিয়েদাদ। পেনাল্টি শট থেকে গোল আদায় করে নেন মাইকেল ওয়ারজাবাল। এরপর বাকি সময় আর কোনো দল গোল করতে পারেনি।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

লকডাউনে সবধরনের ফুটবল বন্ধ রাখার ঘোষণা বাফুফের

লকডাউনে সবধরনের ফুটবল বন্ধ রাখার ঘোষণা বাফুফের

লিভারপুল-আর্সেনালের লড়াইয়ের পূর্বেই ইনজুরিতে ডেভিড লুইজ

লিভারপুল-আর্সেনালের লড়াইয়ের পূর্বেই ইনজুরিতে ডেভিড লুইজ

২০২৩ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড

২০২৩ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড

‘মাঠে প্রবেশের পর ঘাবড়ে গিয়েছিলাম’

‘মাঠে প্রবেশের পর ঘাবড়ে গিয়েছিলাম’