ইউরোতে ‘বর্ণবাদ’, তদন্তে উয়েফা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৪ এএম, ২২ জুন ২০২১
ইউরোতে ‘বর্ণবাদ’, তদন্তে উয়েফা

সারাবিশ্বের পর এবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দেখা গিয়েছে বর্ণবাদ। হাঙ্গেরির ফেরেঙ্ক পুসকাস স্টেডিয়ামে ফ্রান্স এবং পর্তুগালে বিপক্ষে হাঙ্গেরির ম্যাচ চলাকালীন সময়ে বর্ণবিদ্বেষী ব্যানার টানিয়েছিল সমর্থকরা। এ ঘটনায় হাঙ্গেরির বিপক্ষে তদন্তে নেমেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের ফেরেঙ্ক পুসকাস স্টেডিয়ামে ইউরো কাপের ম্যাচ খেলছে হাঙ্গেরি। পর্তুগালের বিপক্ষে ম্যাচে সমকামীতা এবং লিঙ্গ পরিবর্তনের বিরোধীতা করে ব্যানার টেনেছিল দর্শকরা। এছাড়াও বর্ণবিদ্বেষের বিপক্ষে ফুটবলারদের হাটু গেড়ে বসার বিরোধিতা করেছে সমর্থকরা। উয়েফার কাছে এ বিষয়ে অভিযোগ করেছে হাঙ্গেরির একটি বর্ণবিদ্বেষ বিরোধী সংগঠন।

সম্প্রতির হাঙ্গেরির পার্লামেন্টে সমকামীতা এবং লিঙ্গ পরিবর্তনের বিরুদ্ধে একটি আইন পাস করেছে। যদিও এ আইনের বিরোধীতা করেছে বিভিন্ন সংগঠন। এরই প্রভাব দেখা গিয়েছে ফেরেঙ্ক পুসকাস স্টেডিয়ামে। ওই সংগঠনগুলোর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে উয়েফা।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামের পরিবর্তে বুদাপেস্টের ফেরেঙ্ক পুসকাস স্টেডিয়ামে ইউরোর এবারের আসরের ফাইনাল আয়োজন করার কথা ভাবছিল উয়েফা। তবে এ ঘটনার কারণে বুদাপেস্টে ফাইনাল আয়োজন করার সিদ্ধান্ত থেকে উয়েফা সরে আসতে পারে।

হাঙ্গেরিতে করোনা আক্রান্তে পরিমাণ সবচেয়ে কম। তবে প্রতি লাখে মৃত্যুর ক্ষেত্রে হাঙ্গেরি দ্বিতীয় অবস্থান রয়েছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ফ্রি ট্রান্সফারে ডিপেকে দলে ভেড়ালো বার্সেলোনা

ফ্রি ট্রান্সফারে ডিপেকে দলে ভেড়ালো বার্সেলোনা

হেরেও শেষ ষোলোতে ইতালির সঙ্গী ওয়েলস

হেরেও শেষ ষোলোতে ইতালির সঙ্গী ওয়েলস

তুর্কিকে উড়িয়ে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখলো সুইজারল্যান্ড

তুর্কিকে উড়িয়ে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখলো সুইজারল্যান্ড

ইতালির বিপক্ষে হেরেও 'খুশি' ওয়েলস

ইতালির বিপক্ষে হেরেও 'খুশি' ওয়েলস