ইতালির বিপক্ষে হেরেও 'খুশি' ওয়েলস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৪ এএম, ২২ জুন ২০২১
ইতালির বিপক্ষে হেরেও 'খুশি' ওয়েলস

ইতালির বিপক্ষে পরাজয়ের পরও 'খুশি' ওয়েলসের কোচ রবার্ট পেজ। তবে তার এই খুশির পিছনে রয়েছে বিশেষ কারণও। আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে দশ জনের ওয়েলসের বিপক্ষে ১-০ গোলে জয় পায় ইতালি।

ইউরো চ্যাম্পিয়নশীপে গ্রুপ 'এ' তে ইতালির কাছে হারলেও গোল ব্যবধানের হিসেবে ইতালির সাথে ওয়েলসেরও শেষ ষোলো নিশ্চিত হয়েছে। দল শেষ ষোলোতে উঠায় ইতালির বিপক্ষে হারলেও খুশি ওয়েলসের কোচ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রবার্ট পেজ বলেন, 'এটা এমন একটা পরাজয় যেটা জয়েরই সমতুল্য। আমরা গ্রুপে দ্বিতীয় হয়ে শেষ ষোলোতে পা রেখেছি। এমন অর্জন জয়ের সমানই আনন্দ দেয়। আমি দলকে নিয়ে গর্ববোধ করছি।'

কোচের মতো খুশিতে আত্মহারা নন দলটির তারকা খেলোয়াড় গ্যারেথ বেল। শেষ ষোলোতে উঠতে পারায় খুশি তিনিও। বেল বলেন, 'আমরা জানতাম ইতালির বিপক্ষে ম্যাচটি কঠিন হবে। তবে আমরা আমাদের কাজটি সম্পন্ন করতে পেরেছি। দ্বিতীয় হিসেবে শেষ ষোলোতে পা রাখলাম।'

তিনি আরও বলেন, 'ম্যাচ হারা সব সময়ই হতাশা। কিন্তু এটি স্বাভাবিক ব্যাপার। আমরা আমাদের সামর্থ্যের প্রমাণ দিয়েছি। আমরা দলগত ভাবে খেলব এবং দল হিসেবে আমরা পরিশ্রম করে যাচ্ছি।'

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

কোপা আমেরিকায় পেরুর চমক, পরাস্ত কলম্বিয়া

কোপা আমেরিকায় পেরুর চমক, পরাস্ত কলম্বিয়া

তুর্কিকে উড়িয়ে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখলো সুইজারল্যান্ড

তুর্কিকে উড়িয়ে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখলো সুইজারল্যান্ড

বাবাকে কখনো ক্ষমা করবো না : ডিপাই

বাবাকে কখনো ক্ষমা করবো না : ডিপাই

সাবিনার মাইলফলকের দিনে বসুন্ধরার বড় জয়

সাবিনার মাইলফলকের দিনে বসুন্ধরার বড় জয়