দুই দফায়ও ভারতের ভিসা মেলেনি সাবিনা-কৃষ্ণার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০০ পিএম, ২২ মার্চ ২০১৮
দুই দফায়ও ভারতের ভিসা মেলেনি সাবিনা-কৃষ্ণার

ভারতের ঘরোয়া ফুটবল ‘ইন্ডিয়ান উইমেন্স লিগে’ খেলা হচ্ছে না বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন এবং অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়ক কৃষ্ণা রানী সরকারের। কারণ, একাধিকবার ভিসার আবেদন করেও পাওয়া যায়নি দেশটিতে যাওয়ার অনুমতি।

সাবিনা ও কৃষ্ণা রানীর খেলার কথা ছিল ভারতের উইমেন্স লিগে। দেশটির তামিলাড়ুর ক্লাব সেথু এফসি তাদের বিদেশি খেলোয়াড় হিসেবে নিবন্ধনও করিয়েছিল বাংলাদেশ। কিন্তু দুই দফা আবেদন করেও তাদের ভিসা করানো সম্ভব হয়নি।

ভারতীয় ক্লাব সেথু এএফসির ইচ্ছে ছিল ১৫ মার্চের মধ্যে বাংলাদেশের সাবিনা খাতুন আর কৃষ্ণা রানী সরকারকে ক্যাম্পে যোগ দেয়ানোর। সাবিনা-কৃষ্ণাও মুখিয়ে ছিলেন দেশটির ঘরোয়া ফুটবলে খেলতে।

জানা গেছে, প্রথম দফায় ১৪ তারিখে ভিসা পাওয়ার কথা ছিল তাদের। তবে তা আর হয়নি। আজ (বৃহস্পতিবার) দ্বিতীয় দফায় পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তাও হয়নি।

ক্লাবটির সভাপতি সিনি মোহাইদিনি বলছিলেন, সাবিনা-কৃষ্ণার ভিসা হচ্ছে না। এখন আমাদের বিদেশি ছাড়াই খেলতে হবে। এটা দুঃখজনক। আমি খুব হতাশ। গত এক মাস ধরে তাদের ভিসার চেষ্টা করা হয়েছে।

তবে ভিসা না পাওয়া নির্দিষ্ট কোন কারণ জানা যায়নি। এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার গণমাধ্যমে জানান, ভিসা পেতে ভারতীয় মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। বিষয়টি আমাদের হাতে নেই, তাই আমরা ওদের ক্লাবকে জানিয়েছি। তারা ব্যবস্থা করতে পারলে সাবিনা ও কৃষ্ণা ভারতে খেলতে যেতে পারবে। আর না হলে আমাদের কিছু করার নেই।


শেয়ার করুন :


আরও পড়ুন

রাশিয়া বিশ্বকাপে নিরাপত্তার গ্যারান্টি চায় যুক্তরাজ্য

রাশিয়া বিশ্বকাপে নিরাপত্তার গ্যারান্টি চায় যুক্তরাজ্য

ইনজুরির কবলে তামিম

ইনজুরির কবলে তামিম

অভিযোগ থেকে মুক্ত শামি, ফিরছেন কেন্দ্রীয় চুক্তিতে

অভিযোগ থেকে মুক্ত শামি, ফিরছেন কেন্দ্রীয় চুক্তিতে

মেসিকে আবারও আইএসের হুমকি

মেসিকে আবারও আইএসের হুমকি