শেষ মুহূর্তে ম্যাজিক দেখালো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০০ পিএম, ২৭ মার্চ ২০১৮
শেষ মুহূর্তে ম্যাজিক দেখালো বাংলাদেশ

নিশ্চিত পরাজয় থেকে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। খেলার ৮২ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল। তবে শেষ মুহূর্তে লাওসের জালে দুই গোল করে প্রীতি ম্যাচ ড্র করেছে বাংলাদেশের ফুটবলাররা।

প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক ফুটবল খেলতে নেমে খুব খারাপ করেনি অ্যান্ড্রু ওর্ডের বাংলাদেশ। তবে শুরুতে দুটি বাজে গোল হজম করায় আফসোসটা রয়েই গেল। বাংলাদেশের পক্ষে গোল দুটি করেন জাফর ইকবাল ও অাবু সুফিয়ান সুফিল।

খেলার প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ডিফেন্ডারদের একের পর এক মারাত্মক ভুলের সুযোগ নিয়ে বাংলাদেশের জালে দু’বার বল জড়ায় লাওসের ফুটবলাররা। এর মাঝে একটি গোল অবশ্য এসেছে পেনান্টি কিক থেকে। তবে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এসে ২ গোল শোধ করে নিশ্চিত পরাজয় থেকে ফিরতে পেরেছেন অ্যান্ড্রু ওর্ডের শিষ্যরা।

ম্যাচের ৩০ মিনিটে প্রথম গোল হজম করে বাংলাদেশ। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+২) পেনাল্টি থেকে দ্বিতীয় গোল প্রবেশ করে বাংলাদেশের জালে। ৮২ মিনিট পর্যন্ত এ অবস্থা ছিল বিরাজমান। অবশেষে ৮২ মিনিটে জাফর ইকবালের গোলে ব্যাবধান কমায় বাংলাদেশ। ১ গোল শোধ করার পর আরও উজ্জীবিত হয়ে বাংলাদেশ। এরপর ইনজুরি সময়ে (৯০+২ মিনিটে) আবু সুফিয়ান সুফিলের গোলে সমতা ফেরে লাল সবুজ জার্সিধারিরা।

প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেললো বাংলাদেশ। ২০১৬ সালের ১০ অক্টোবর থিম্পুতে ভুটানের কাছে হারের পর এটিই বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।


শেয়ার করুন :


আরও পড়ুন

নেদারল্যান্ডের কাছে বিধ্বস্ত রোনালদোরা

নেদারল্যান্ডের কাছে বিধ্বস্ত রোনালদোরা

ইংল্যান্ড দল থেকে ছিটকে গেলেন গোমেজ

ইংল্যান্ড দল থেকে ছিটকে গেলেন গোমেজ

তৃতীয় সন্তানের বাবা হলেন সার্জিও রামোস

তৃতীয় সন্তানের বাবা হলেন সার্জিও রামোস

কলঙ্কিত বল করে অসি ক্রিকেটারের বিয়ে ভাঙায় আজও ব্যাচেলার

কলঙ্কিত বল করে অসি ক্রিকেটারের বিয়ে ভাঙায় আজও ব্যাচেলার