হাঁটুর চোটে জর্জরিত বার্সেলোনা

পার্থ প্রতীম রায় পার্থ প্রতীম রায় প্রকাশিত: ০৪:৪২ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২১
হাঁটুর চোটে জর্জরিত বার্সেলোনা

একের পর এক ইনজুরিতে জর্জরিত স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। বর্তমানে প্রায় ৭ জন ফুটবলার বিভিন্ন ইনজুরি সমস্যায় মাঠের বাইরে আছে। তবে সর্বশেষ কয়েকবছরে বার্সেলোনার ফুটবলারদের সবচেয়ে বেশি ভুগিয়েছে হাঁটুর ইনজুরি।

সর্বশেষ চার বছরে ১৮০৬ দিন বার্সেলোনার ১৬জন ফুটবলার মাঠের বাইরে ছিলেন। এদের মধ্যে ছিলেন স্যামুয়েল উমতিতি, আনসু ফাতি এবং ফিলিপ কৌটিনহোর মতো তারকারা। বেশিরভাগ সময় এ তিন তারকা মাঠের বাইরে ছিলেন হাঁটুর ইনজুরির কারণে।

চলতি ২০২১-২২ মৌসুমে বার্সেলোনার ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি পড়ে মাঠে নামবেন আনসু ফাতি। তবে হাঁটুর ইনজুরি কাটিয়ে এখনও মাঠে ফিরতে পারেননি তিনি। এছাড়াও হাঁটুর ইনজুরির কাটিয়ে মাঠে ফিরেছেন কৌটিনহো। জার্মান গোলরক্ষক মার্ক টের স্টেগানও মাস তিনেক ইনজুরিতে ভুগেছেন।

চলতি বছর ১০৩ দিন হাঁটুর ইনজুরি নিয়ে মাঠের বাইরে ছিলেন মার্ক টের স্টেগান। আনসু ফাতি এবং কৌটিনহোও যথাক্রমে ৩১৪ এবং ২৪২ দিন মাঠের বাইরে ছিলেন।

বার্সেলোনার অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্ড পিকে দুইপায়ের হাঁটুর ইনজুরিতে ভুগছেন। ডান হাঁটুর ইনজুরির কারণে ৮৭ দিন এবং ডান হাঁটুর ইনজুরির কারণে ৩৭ দিন মাঠের বাইরে ছিলেন তিনি।

হাঁটুর ইনজুরির তালিকায় আরও যোগ দিয়েছিলেন তরুণ ডিফেন্ডার মুসা ওয়াগ, সার্জিও রবার্তো এবং জুনিয়র ফিরপোও হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন। এছাড়াও বার্সেলোনায় থাকাকালীন লুইস সুয়ারেজেরও হাঁটুর অপারেশনের প্রয়োজন হয়েছিল।

২০১৮-১৯ মৌসুমেও উমতিতি, রাফিনহা, আলকান্তারাও হাঁটুর ইনজুরিতেও ভোগেছেন। কোনোভাবেই হাঁটুর ইনজুরি থেকে বের হতে পারছেন না বার্সেলোনার ফুটবলাররা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

থাকছেন না জেমি ডে, দায়িত্বে অস্কার ব্রুজেন

থাকছেন না জেমি ডে, দায়িত্বে অস্কার ব্রুজেন

ফিফা র‍্যাঙ্কিংয়ে আরও পেছালো বাংলাদেশ

ফিফা র‍্যাঙ্কিংয়ে আরও পেছালো বাংলাদেশ

চ্যাম্পিয়নস লিগে ছেলের প্রথম গোলের পরই বাবার মৃত্যু

চ্যাম্পিয়নস লিগে ছেলের প্রথম গোলের পরই বাবার মৃত্যু

ইনজুরির মিছিলে বার্সেলোনার পেদ্রি-আলবা

ইনজুরির মিছিলে বার্সেলোনার পেদ্রি-আলবা