টটেনহামের কোচের দায়িত্বে কন্তে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ০৩ নভেম্বর ২০২১
টটেনহামের কোচের দায়িত্বে কন্তে

নুনো সান্তোকে কোচের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পার। নুনোর স্থলাভিষিক্ত হয়েছেন ইতালিয়ান কোচ অ্যান্তেনিও কন্তে। নুনো ছাটাই হওয়ার পর ধারণা করা হয়েছিল কন্তেই হচ্ছেন টটেনহামের পরবর্তী ম্যানেজার। সে ধারণা সত্যি করেই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) টটেনহামের ওয়েবসাইটে এক বিবৃতিতে অ্যান্তেনিও কন্তের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে স্পার্সরা। চুক্তি অনুযায়ী ২০২৩ সালের জুন পর্যন্ত টটেনহামের দায়িত্ব সামলাবেন কন্তে।

চলতি ২০২১-২২ মৌসুমে নুনোকে নিয়োগ দেওয়ার আগে কন্তেকে নিয়োগ দিতে আলোচনা করেছিল টটেনহাম। তবে সে দফায় টটেনহামের দায়িত্ব নেননি তিনি। তবে নুনোর বিদায়ের পর দায়িত্ব নিয়েছেন কন্তে।

সর্বশেষ ২০২০-২১ মৌসুমে দীর্ঘ ১১ বছর পর ইন্টার মিলানকে প্রথম সিরি-এ শিরোপার স্বাদ এনে দেন কন্তে। এরপরই ইন্টার মিলানের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। ইন্টারের দায়িত্ব ছাড়ার পর এই প্রথম কোচিংয়ে ফিরলেন কন্তে।

নতুন ক্লাবের দায়িত্ব নিয়ে বেশ উচ্ছ্বসিত অ্যান্তেনিও কন্তে। তিনি জানান, প্রিমিয়ার লিগের ক্লাবে কোচিংয়ে ফিরে সে বেশ খুশি। তিনি টটেনহামকে সাফল্য এনে দেওয়ার ব্যাপারে আশাবাদী।

চলতি মৌসুমে প্রথম তিন ম্যাচ জিতে ভালোই শুরু করেছিল টটেনহাম। তবে পরের সাত ম্যাচের পাঁচটিতে হেরে তাদের ছন্দ পতন শুরু হয়। এখন পর্যন্ত লিগে ১০ ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে টটেনহ্যাম।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

তিন মাসের জন্য মাঠের বাইরে আগুয়েরো

তিন মাসের জন্য মাঠের বাইরে আগুয়েরো

চোট কাটিয়ে জাতীয় দলে গ্যারেথ বেল

চোট কাটিয়ে জাতীয় দলে গ্যারেথ বেল

ব্যর্থতার দায়ে বরখাস্ত টটেনহাম কোচ 

ব্যর্থতার দায়ে বরখাস্ত টটেনহাম কোচ 

বার্সেলোনার অন্তবর্তীকালীন কোচ সার্জি বারজুয়ান

বার্সেলোনার অন্তবর্তীকালীন কোচ সার্জি বারজুয়ান