ইউক্রেনে আটকে পড়া ব্রাজিলিয়ান ফুটবলারদের মুক্তির আকুতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৭ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২২
ইউক্রেনে আটকে পড়া ব্রাজিলিয়ান ফুটবলারদের মুক্তির আকুতি

রাশিয়া ইউক্রেন আক্রমণের পর শহরের বিভিন্ন স্থানে বেশ ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে। রাশিয়ার হঠাৎ আক্রমণের ফলে দেশটির সকল কার্যক্রম বন্ধ হয়ে আছে। সেখানে আটকা পড়েছেন বিভিন্ন দেশের অসংখ্য নাগরিক। এদের মধ্যে ব্রাজিলিয়ান খেলোয়াড়দের একটি গ্রুপ সেখান থেকে তাদের উদ্ধার করার জন্য ব্রাজিলিয়ান সরকারের কাছে অনুরোধ জানিয়েছে।

ইউক্রেনের দুটি বৃহত্তম ক্লাবে অনেক ব্রাজিলিয়ান ফুটবলার খেলেন। তার মধ্যে শাখতার ডোনেটস্ক এবং ডায়নামো কিয়েভের একদল খেলোয়াড় তাদের পরিবারকে নিয়ে একটি হোটেল থেকে ভিডিও পোস্ট করেছেন।

ভিডিওতে দেখা যায়, প্রায় ১২/১৫ জন খেলোয়াড় হোটেলে জড়ো হয়েছেন তাদের স্ত্রী ও সন্তানদের নিয়ে। তারা ব্রাজিলিয়ান কর্তৃপক্ষকে এসে সেখান থেকে তাদের উদ্ধার করার জন্য আকুতি জানিয়েছেন। ভিডিওতে এক নারী বলেন, ‘আমরা আটকে পড়েছি। জানি না কীভাবে এই পরিস্থিতি থেকে বের হবো।’

শুধু ব্রাজিলিয়ান খেলোয়াড়রাই নয়, আটকে পড়েছেন আরও অনেক দেশের খেলোয়াড়রাই। ব্রাজিলিয়ান কর্তৃপক্ষকে সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডায়নামোর উরুগুয়ের খেলোয়াড় কার্লোস ডি পেনাও।

শাখতারে খেলা ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্লন সান্তোস ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমরা সত্যিই খুব চিন্তায় আছি। আমরা একটা বিশৃঙ্খল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। এটা খুব হতাশা ও যন্ত্রণাদায়ক। আমরা আমাদের দেশের সাহায্যের জন্য অপেক্ষা করছি।’

আটকে পড়া বেশিরভাগ খেলোয়াড় ইউক্রেনের পূর্বে অবস্থিত শাখতার ডোনেটস্কোর। শাখতারের দলে এক ডজনের বেশি ব্রাজিলিয়ান খেলোয়াড় আছেন। লিগ চ্যাম্পিয়ন ডায়নামো কিয়েভে আছেন অন্তত একজন।

ইউক্রেনে সামরিক আইন ঘোষণার পর ইউক্রেনের ফুটবল লীগগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। সেখানের ক্লাবগুলো ভালো পারফর্ম্যান্স এবং দলবদলের বাজারে লাভের আশায় দীর্ঘদিন ধরেই ব্রাজিলিয়ান খেলোয়াড়দের দলে ভিড়াচ্ছে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ইউক্রেন যুদ্ধ: রুশ সরকারের সাথে সম্পর্কে ‘নিষেধাজ্ঞার মুখে’ চেলসি মালিক

ইউক্রেন যুদ্ধ: রুশ সরকারের সাথে সম্পর্কে ‘নিষেধাজ্ঞার মুখে’ চেলসি মালিক

ইউক্রেন যুদ্ধ: রাশিয়ার সাথে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে সুইডেনের আপত্তি

ইউক্রেন যুদ্ধ: রাশিয়ার সাথে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে সুইডেনের আপত্তি

নেইমারের বক্তব্যে ক্ষুব্ধ মার্কিন ফুটবল কর্তৃপক্ষ

নেইমারের বক্তব্যে ক্ষুব্ধ মার্কিন ফুটবল কর্তৃপক্ষ

শীত এলেই ঠান্ডা হয়ে যান রুদ্রিগো!

শীত এলেই ঠান্ডা হয়ে যান রুদ্রিগো!