গেটাফেকে হারিয়ে ‘নিরাপদ দূরত্বে’ রিয়াল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৪ এএম, ১০ এপ্রিল ২০২২
গেটাফেকে হারিয়ে ‘নিরাপদ দূরত্বে’ রিয়াল

রিয়াল মাদ্রিদের কাছে গেটাফে একটি বিষফোড়ার মতো। চলতি বছরের শুরতেই গেটাফের কাছে হেরে লা লিগায় পয়েন্ট খুইয়েছিল রিয়াল। এবারও তেমন শঙ্কা থেকেই গিয়েছিল। তবে আগের ভুলের পুনরাবৃত্তি হতে দিলো না কার্লো আনচেলত্তির দল। গেটাফেকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে লা লিগায় নিরাপদ দূরত্বেই রইলো মাদ্রিদের রাজারা।

বাংলাদেশ সময় শনিবার (৯ এপ্রিল) দিবাগত রাতে ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রতমনাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। তার জের ধরে ম্যাচের শুরুতেই জালে বল পাঠান দুর্দান্ত ফর্মে থাকা করিম বেনজেমা। কিন্তু তিনি ছিলেন অফসাইডে!

এরপর ম্যাচের ১৮তম মিনিটে বেনজেমার ক্রসে ডি-বক্সে বল পেয়ে ফাঁকায় জোরালো ভলি মারেন ফেডে ভালভার্দে। ঝাঁপিয়ে পড়ে তার ভলি কোনোমতে ফেরান গেটাফে গোলরক্ষক।

২০ মিনিটের মাথায় আবারও সুযোগ পায় রিয়াল। প্রতিপক্ষের এক খেলোয়াড়কে নাকানিচুবানি খাইয়ে বক্সে ঢুকে পড়েন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। তবে শট নেয়ার আগেই খেই হারিয়ে ফেলেন তিনি। তার দুর্বল শট ঠেকিয়ে দেন গোলরক্ষক।

অবশেষে ম্যাচের ৩৮তম মিনিটে আসে চূড়ান্ত সুযোগ। মাঠের বাঁ দিক থেকে ভিনিসিউসের দারুণ ক্রসে লাফিয়ে বল নিজের আয়ত্তে নিতে চেয়েছিলেন বেনজেমা। তবে দুর্দান্ত হেডে বল জালে পাঠিয়ে বেনজেমার মুখের খাবার কেঁড়ে নেন পেছনেই থাকা কাসিমেরো।

দ্বিতীয়ার্ধেও নিজেদের দুর্দান্ত ছন্দ ধরে রেখে খেলতে থাকে রিয়াল। ৬৮তম মিনিটে আবারও এগিয়ে যায় তারা। ডান দিক থেকে রদ্রিগোর বাড়ানো পাস ধরে বক্সে ফাঁকায় বল পেয়ে জায়গা বানিয়ে কোনাকুনি শটে গোলটি করেন ভাসকেস।

এরপর আর তেমন সুযোগ পায়নি কোনো দলই। ফলে জয়ের সুখস্মৃতি নিয়েই চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামতে যাচ্ছে রিয়াল। ঘরের মাঠে মঙ্গলবার (১২ এপ্রিল) চেলসির বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে মাঠে নামবে বেনজেমারা।

এই জয়ে লা লিগায় পয়েন্ট তালিকায় ১২ পয়েন্ট এগিয়ে থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখলো রিয়াল। ৩১ ম্যাচে তাদের পয়েন্ট ৭২। সমান ম্যাচে ৬০২ পয়েন্ট নিয়ে দুইয়ে সেভিয়া। এক ম্যাচ কম খেলে তিন পয়েন্ট কম নিয়ে তিনে বার্সেলোনা।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

‘সুন্দর বিদায়’ গ্যারেথ বেলের প্রাপ্য : আনচেলত্তি

‘সুন্দর বিদায়’ গ্যারেথ বেলের প্রাপ্য : আনচেলত্তি

আনচেলত্তির কাছে বেনজেমা ‘ফাইন ওয়াইন’

আনচেলত্তির কাছে বেনজেমা ‘ফাইন ওয়াইন’

বেনজেমার হ্যাটট্রিকে সেমির পথে এগিয়ে গেল রিয়াল

বেনজেমার হ্যাটট্রিকে সেমির পথে এগিয়ে গেল রিয়াল

রিয়াল মাদ্রিদে নাম লেখালেন ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস টোবিয়াস

রিয়াল মাদ্রিদে নাম লেখালেন ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস টোবিয়াস