মৌসুমের বাকি অংশে অনিশ্চিত বার্সেলোনা তারকা পেদ্রি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ১৫ এপ্রিল ২০২২
মৌসুমের বাকি অংশে অনিশ্চিত বার্সেলোনা তারকা পেদ্রি

চ্যাম্পিয়নস লিগের পর ইউরোপা লিগ থেকে ছিটকে পড়েছে বার্সেলোনা। এরপরেই কাতালানদের ডেরায় এসেছে একটি খারাপ সংবাদ। ২০২১-২২ মৌসুমের বাকি অংশে খেলতে পারবেন না মিডফিল্ডার পেদ্রি।

ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ঘরের মাঠে ফ্রাঙ্কফুর্টকে আতিথ্য দেয় বার্সেলোনা। এই ম্যাচে ৩-২ ব্যবধানে হারে কাতালান ক্লাবটি।

কোয়ার্টার ফাইনালের হারের ম্যাচে প্রথমার্ধে ইনজুরিতে পড়েন পেদ্রি। তার বদলি হিসেবে মাঠে নামেন ফ্রাঙ্ক ডি ইয়ং।

ম্যাচ শেষে তার চোট পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা কর্তৃপক্ষ। জানিয়েছে, বাঁ পায়ের ঊরুতে চোট পেয়েছেন তিনি। এখনও চোটের প্রকৃত অবস্থা বোঝা যায়নি।

চোটের কারণে পেদ্রিকে ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা এখনও জানায়নি বার্সেলোনা। তবে বিভিন্ন গণমাধ্যমের খবর ছয় থেকে আট সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।

যদি শেষ পর্যন্ত ছয় থেকে আট সপ্তাহের জন্য পেদ্রি মাঠের বাইরে চলে যান তাহলে এই মৌসুমে আর মাঠে নামতে পারবেন না তিনি।

ইউরোপা লিগ থেকে ছিটকে পড়ায় ট্রফিশূন্য একটি মৌসুম কাটাতে হবে বার্সেলোনাকে। তবে লা লিগায় সেরা চারে থাকতে হলে, বাকি আট ম্যাচেই মনোযোগ রাখতে হবে দলটিকে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সা-লেভানডোভস্কি চুক্তিকে ভিত্তিহীন বলছেন আলেমানি

বার্সা-লেভানডোভস্কি চুক্তিকে ভিত্তিহীন বলছেন আলেমানি

ফ্র্যাঙ্কফুর্টের কাছে হেরে লজ্জিত বার্সেলোনা সভাপতি

ফ্র্যাঙ্কফুর্টের কাছে হেরে লজ্জিত বার্সেলোনা সভাপতি

লেভানডোভস্কিকে ছাড়ার মতো ভুল করবে না বায়ার্ন: অলিভার কান

লেভানডোভস্কিকে ছাড়ার মতো ভুল করবে না বায়ার্ন: অলিভার কান

রিয়াল মাদ্রিদের ‘পয়েন্ট হারানোর’ অপেক্ষায় বার্সা জাভি

রিয়াল মাদ্রিদের ‘পয়েন্ট হারানোর’ অপেক্ষায় বার্সা জাভি