লেভানডোভস্কিকে ছাড়ার মতো ভুল করবে না বায়ার্ন: অলিভার কান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৮ পিএম, ১৩ এপ্রিল ২০২২
লেভানডোভস্কিকে ছাড়ার মতো ভুল করবে না বায়ার্ন: অলিভার কান

দিন কয়েক ধরেই গুঞ্জন চলছে বায়ার্ন মিউনিখ ছেড়ে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দিবেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি। বাভারিয়ানদের হয়ে বেশ কয়েক মৌসুম ধরে ছন্দে থাকা লেভানডোস্কিকে যে সহজে ছেড়ে দিবে না তা নিশ্চিত করেই বলা যায়। এবার সেই বিষয়েই কথা বলেছেন বায়ার্ন মিউনিখের প্রধান নির্বাহী অলিভার কান। তিনি জানিয়েছেন, লেভানডোভস্কিকে ছেড়ে কোনো ভুল করতে চায় না বায়ার্ন।

কিছুদিন আগে পোল্যান্ডের এক সংবাদমাধ্যম জানিয়েছে, বার্সেলোনায় যোগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করে ফেলেছেন রবার্ট লেভানডোভস্কি। এমনকি দিন এই বিষয়ে বায়ার্ন মিউনিখকেও তার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন বলেও দাবি করেছে ওই পত্রিকা। লেভানডোভস্কির পরিবারের সূত্রে এই তথ্য জানা গেছে বলে দাবি তাদের।

তবে বায়ার্ন সিইও অলিভার কানের দাবি লেভানডোভস্কির ক্লাব ছাড়ার গুঞ্জনের কোনো সত্যতা নেই। এমনকি তিনি জানিয়েছেন, লেভানডোভস্কিকে ছাড়ার মতো কোনো ভুল করতে চান না তারা।

কান বলেন, “ বায়ার্ন পাগল নয় যে মৌসুমে ৩০ থেকে ৪০ গোল করা একজন খেলোয়াড়ের দলবদল নিয়ে আলোচনা করবে। রবার্টের (লেভানডোভস্কি) সঙ্গে আমাদের একটি চুক্তি আছে।”

তিনি আরও বলেন, “আমরা সবসময় বলেছি যে আমরা (চুক্তি নবায়নের) আলোচনা শুরু করব, এটা আমরা অনেক আগেই করেছি।”

লেভানডোভস্কির সাথে ২০২২-২৩ মৌসুম পর্যন্ত চুক্তি করে রেখেছে বায়ার্ন মিউনিখ। এই সময়ের মধ্যে তার ক্লাব ছাড়ার গুঞ্জন তোলা সংবাদ মাধ্যমগুলোকে এক হাত নিয়েছেন অলিভার কান।

তার মতে সংবাদমাধ্যমগুলো ভুয়া খবর ছড়ানোর প্রতিযোগীতায় নেমেছে। তিনি বলেন, “আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, রবার্ট লেভানডোভস্কি সম্পর্কে কে সবচেয়ে ভিত্তিহীন কথা বের করতে পারে তার একটি প্রতিযোগিতা চলছে। নিশ্চিতভাবেই পরের মৌসুমে রবের্ত আমাদের সঙ্গে থাকবে।”

২০১৪ সালে জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ড থেকে বায়ার্নে আসেন লেভানডোভস্কি। অভিষেক মৌসুম থেকে বাভারিয়ানদের হয়ে সব ধরনের প্রতিযোগীতা মিলিয়ে ২৪৮ ম্যাচ খেলেছেন তিনি। এই সময় তার পা থেকে এসেছে মোট ২৩৫ গোল। এছাড়াও চলতি মৌসুমে ৪১ ম্যাচে ৪৭ গোল করেছেন এই পোলিশ তারকা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

লেভানডোভস্কির বার্সেলোনায় যোগ দেওয়া নিশ্চিত!

লেভানডোভস্কির বার্সেলোনায় যোগ দেওয়া নিশ্চিত!

লেভানডোভস্কির সিদ্ধান্তের অপেক্ষায় আত্মবিশ্বাসী বার্সা

লেভানডোভস্কির সিদ্ধান্তের অপেক্ষায় আত্মবিশ্বাসী বার্সা

মাঠে বায়ার্নের ১২ ফুটবলার, ম্যাচ বাতিলের দাবি ফ্রাইবুর্গের

মাঠে বায়ার্নের ১২ ফুটবলার, ম্যাচ বাতিলের দাবি ফ্রাইবুর্গের

মেসিকে টপকে ফিফার বর্ষসেরা লেভানডোভস্কি

মেসিকে টপকে ফিফার বর্ষসেরা লেভানডোভস্কি