বায়ার্নে আরও দুই মৌসুম থাকছেন টমাস মুলার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৬ পিএম, ০৩ মে ২০২২
বায়ার্নে আরও দুই মৌসুম থাকছেন টমাস মুলার

বায়ার্ন মিউনিখের আক্রমণভাগের অন্যতম ভরসা হয়ে আছেন টমাস মুলার। বাভারিয়ানদের অপ্রতিরোধ্য করে তোলার পিছনে বড় অবদান তার। এবার অ্যালিয়াঞ্জ অ্যারেনায় আরও দুই মৌসুম থাকার সিদ্ধান্ত নিয়েছেন এই জার্মান ফরওয়ার্ড। নতুন চুক্তি অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত ক্লাবটিতে থাকবেন তিনি।

বায়ার্নের যুব একাডেমি থেকে আসা মুলার ২০০৮ সাল থেকে ক্লাবটিতে খেলছেন। চলতি ২০২২-২৩ মৌসুম শেষেই দলটির সাথে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন চুক্তি করে নিজের মেয়াদ বাড়িয়েছেন তিনি।

২০০৮ সালে বায়ার্নের মূল দলে অভিষেক হলেও ২০১৩ থেকে দলটির গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছেন তিনি। এখন পর্যন্ত জার্মান ক্লাবটির হয়ে খেলেছেন ৪১৩ ম্যাচ। এই সময়ে তার পা থেকে এসেছে মোট ১৩৬ গোল। আর অ্যাসিস্ট করেছেন ১৫১ বার।

জার্মান ফুটবলে বায়ার্ন আধিপত্যের শুরু ২০১৩ থেকে। দলটির হয়ে এখন পর্যন্ত জিতেছেন ১১ শিরোপা। এর মধ্যে জিতেছেন দুইটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা।

বায়ার্নের সাথে চুক্তির মেয়াদ বাড়িয়ে বেশ খুশি এই জার্মান ফরওয়ার্ড। চুক্তির পর এই জার্মান বলেন, “বায়ার্ন মিউনিখের সাথে ২০২৪ সাল পর্যন্ত থাকতে পেরে আমি খুশি। ২০০০ সালে আমি যখন আমি বায়ার্নের একাডেমিতে এসেছিলাম সেই সময় থেকে ক্লাবটির সাথে আমার যাত্রা শুরু। বছর পর বছর ধরে ক্লাবটিতে খেলতে পেরে আমি গর্বিত। আশা করি, ভবিষ্যতে দলকে আরও বেশি সাফল্য এনে দিতে পারবো।”

এদিকে চলতি মৌসুম শেষেই বায়ার্নের গোলবারের নিচের অতন্ত্র প্রহরী হয়ে থাকা ম্যানুয়েল ন্যুয়ারের সাথে চুক্তির মেয়াদ শেষ হবে। ৩৬ বছর বয়সী এই ফুটবলারকেও নিজেদের ডেরায় রাখতে আলোচনা চালিয়ে যাচ্ছে বাভারিয়ানরা। ২০১১ সালে জার্মান ক্লাব শালকে ০৪ থেকে বায়ার্নে যোগ দেন এই গোলরক্ষক।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

লেভানডোভস্কিকে বিক্রি করবে না বায়ার্ন

লেভানডোভস্কিকে বিক্রি করবে না বায়ার্ন

ডর্টমুন্ডকে হারিয়ে বুন্দেসলিগার চ্যাম্পিয়ন বায়ার্ন

ডর্টমুন্ডকে হারিয়ে বুন্দেসলিগার চ্যাম্পিয়ন বায়ার্ন

বার্সা-লেভানডোভস্কি চুক্তিকে ভিত্তিহীন বলছেন আলেমানি

বার্সা-লেভানডোভস্কি চুক্তিকে ভিত্তিহীন বলছেন আলেমানি

মৃত্যুর হুমকি পেলেন বায়ার্ন কোচ জুলিয়ান নাগেলসম্যান

মৃত্যুর হুমকি পেলেন বায়ার্ন কোচ জুলিয়ান নাগেলসম্যান