আরও দুই বছর বায়ার্নে থাকছেন নয়্যার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৭ পিএম, ২৩ মে ২০২২
আরও দুই বছর বায়ার্নে থাকছেন নয়্যার

জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের সঙ্গে ম্যানুয়েল নয়্যারের সম্পর্কটা বেশ দীর্ঘ। ১১ বছর ধরে বায়ার্নের গোলপোস্ট সামলানোর দায়িত্বটা বেশ ভালোভাবেই পালন করছেন এই জার্মান গোলরক্ষক। আস্থার প্রতিদানস্বরূপ এবার তার সঙ্গে আরও দুই বছরের চুক্তি নবায়ন করেছে বায়ার্ন মিউনিখ।

নতুন চুক্তি অনুযায়ী ২০২৪ সালের জুনের শেষ পর্যন্ত বায়ার্নে থাকবেন ৩৬ বছর বয়সী এই গোলরক্ষক। ২০১৭ সাল থেকেই বায়ার্নের গোলপোস্টের সঙ্গে অধিনায়কের দায়িত্বটাও সামলানোর কাজ করতেন নয়্যার। এবার চুক্তি নবায়নের মাধ্যমে সেটা আরেকটু দীর্ঘায়িত হলো।

নয়্যারের সঙ্গে চুক্তি নবায়ন প্রসঙ্গে বায়ার্নের প্রধান নির্বাহী অলিভার কান বলেন, ‘ম্যানুয়েল নিউয়ার বিশ্বের সেরা গোলরক্ষক। বছরের পর বছর ধরে বিশ্বজুড়ে নিজেকে চিনিয়ে চলেছেন। এত দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে বিশ্বমানের হওয়াটা একটি বিশাল অর্জন। তার চুক্তির মেয়াদ বাড়াতে পেরে আমরা খুশি।’

বায়ার্ন বোর্ড সদস্য হাসান সালিহামিডজিক বলেন, ‘আমরা খুব খুশি ম্যানুয়েল নিউয়ার তার চুক্তি ২০২৪ সাল পর্যন্ত বাড়িয়েছেন। সে ২০১১ সাল থেকে বায়ার্নে রয়েছেন। সে আমাদের অধিনায়ক। বহু বছর ধরে বিশ্বের সেরা গোলরক্ষক। তার হাত ধরে আমরা আগামী বছরগুলোতে সমস্ত প্রতিযোগিতায় সাফল্য পেতে চাই।’

ওইদিকে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন করতে পেতে খুশি নয়্যারও। এই গোলরক্ষক বলেন, ‘আমি খুব খুশি যে বায়ার্নে আমার যাত্রা অব্যাহত রয়েছে। আমাদের আবার খুব ভালো একটি দল পাবো, যাদের সাথে আমরা প্রতিটি শিরোপার জন্য খেলতে পারবো। একজন গোলরক্ষক, অধিনায়ক এবং নেতা হিসাবে আমি শিরোপা রেকর্ড বাড়াতে চাই। ডিএফবি কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের জন্য আবার লড়াই করতে চাই।’

বায়ার্নের হয়ে ক্যারিয়ারে কম সাফল্য অর্জন করেননি নয়্যার। জার্মান বুন্দেসলিগার শিরোপা জিতেছেন ১০টি। পাঁচটি ডিএফবি কাপ, ছয়টি ডিএফএল সুপারকাপ, দুটি করে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ এবং উয়েফা সুপার কাপ। তিনি ক্লাবের হয়ে ৪৭২টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন।

জার্মান জাতীয় দলের হয়ে নয়্যার ম্যাচ খেলেছেন ১০৯টি। এর মধ্যে ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ জয় তার ক্যারিয়ারে সবচেয়ে বড় অর্জন। ক্যারিয়ারে বিস্ময়কর কৃতিত্বের জন্য অনেকবার পুরস্কৃত হয়েছেন তিনি। নিউয়ার ২০১১ ও ২০১৪ সালে সালে জার্মানির বর্ষসেরা ফুটবলার হয়েছেন।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

যুদ্ধবিধস্ত ইউক্রেনকে শিরোপা উৎসর্গ করলেন জিনচেনকো

যুদ্ধবিধস্ত ইউক্রেনকে শিরোপা উৎসর্গ করলেন জিনচেনকো

সমর্থকদের আক্রমণের শিকার অ্যাস্টন ভিলার গোলরক্ষক, ক্ষমা চাইলো ম্যানসিটি

সমর্থকদের আক্রমণের শিকার অ্যাস্টন ভিলার গোলরক্ষক, ক্ষমা চাইলো ম্যানসিটি

যেখানে গার্দিওয়ালা সবার শীর্ষে

যেখানে গার্দিওয়ালা সবার শীর্ষে

১১ বছর পর শিরোপা জিতলো এসি মিলান

১১ বছর পর শিরোপা জিতলো এসি মিলান