মোহনবাগানের বড় জয়ে বসুন্ধরা কিংসের বিদায়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৮ এএম, ২৫ মে ২০২২
মোহনবাগানের বড় জয়ে বসুন্ধরা কিংসের বিদায়

ভারতে অনুষ্ঠেয় এএফসি কাপের সেমিফাইনাল খেলার সুযোগ ছিল বাংলাদেশের দল বসুন্ধরা কিংসের সামনে। তার জন্য সমাধান করতে হতো কঠিন সমীকরণ। তবে পারলো না বাংলাদেশ ফুটবলের শীর্ষ ক্লাবটি। গোকুলাম কেরালাকে হারিয়েও অন্য ম্যাচে মোহনবাগানের বড় জয়ে বাদ পরে যায় তারা।

নিজেদের কাজটুকু বেশ ভালোভাবেই সেরে রেখেছিল কিংস। গোকুলামকে ২-১ গোলে হারিয়ে তাকিয়ে ছিল মোহনবাগান বনাম মাজিয়া স্পোর্টিংস ম্যাচের দিকে। আশা ছিল, মাজিয়ার কাছে হোঁচট খাবে মোহনবাগান। তবে তা হয়নি। মাজিয়াকে ৫-২ গোলের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পৌছে গেছে ভারতের দলটি।

দুই দলেরই তিন ম্যাচে দুটি করে জয়ে পেয়েছিল। তাতে পয়েন্ট দাঁড়িয়েছিল ৬। কিন্তু হেড টু হেড সমীকরণের বলি হতে হলো অস্কার ব্রুজেনের দলকে। কিংসের বিপক্ষে গ্রুপ পর্বে জয় তুলে নেওয়ায় সেমিতে চলে যায় মোহনবাগান। গো গ্রুপ পর্বে কিংসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল তারা।

ঐদিকে মাজিয়া (১-০) ও গোকুলামের (২-১) বিপক্ষে জিতলেও মোহনবাগানের কাছে হারের কাল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ লিগের চ্যাম্পিয়নদের। গতবারের দুঃস্বপ্ন এবারও ভর করলো কাঁধে। তাতেই গ্রুপ পর্ব থেকে বিদায় ঘণ্টা বেজে গেল অস্কার ব্রুজেনের দলের।

এই ম্যাচে শুরুতেই এগিয়ে যায় মোহনবাগান। মাজিয়ার এক খেলোয়াড়ের তাড়াহুড়োয় বল ক্লিয়ার করতে গিয়ে গোলরক্ষক তুলে দেন জানি কোয়াকোর পায়ে। জোরালো শটে সুযোগ কাজে লাগান মোহনবাগানের এই ফরোয়ার্ড। ৩৭তম মিনিটে আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কোয়াকো।

দ্বিতীয়ার্ধের দুই মিনিটের এক ঝড়ে মাজিয়ার রক্ষণ এলোমেলো করে দেয় মাজিয়ার খেলোয়াড়রা। কৃষ্ণা রায় ও সুভাশিষ বোসের দুই গোলের পর ৭১তম মিনিটে কার্ল ম্যাকগাডের গোলে মোহনবাগান ছুটতে থাকে বড় জয়ের পথে। ৭৩তম মিনিটে ব্যবধান কমান মাজিয়ার তানা।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

বাঁধা পেরিয়ে এএফসি কাপে খেলতে প্রস্তুত কিংসলে

বাঁধা পেরিয়ে এএফসি কাপে খেলতে প্রস্তুত কিংসলে

টেকনিক্যাল ডিরেক্টর টেরজিৎসকে কোচ বানালো ডর্টমুন্ড

টেকনিক্যাল ডিরেক্টর টেরজিৎসকে কোচ বানালো ডর্টমুন্ড

প্রস্তাব পাঠিয়েছেন বেল, ফিরিয়ে দিলো অ্যাথলেটিকো মাদ্রিদ

প্রস্তাব পাঠিয়েছেন বেল, ফিরিয়ে দিলো অ্যাথলেটিকো মাদ্রিদ

চোট কাটিয়ে স্পেন দলে ফিরলেন আনসু ফাতি

চোট কাটিয়ে স্পেন দলে ফিরলেন আনসু ফাতি