বার্সেলোনায় থাকতে চান ডি ইয়ং, হাল ছাড়েনি ম্যানইউ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ০৭ জুন ২০২২
বার্সেলোনায় থাকতে চান ডি ইয়ং, হাল ছাড়েনি ম্যানইউ

বার্সেলোনার ডাচ মিডফিল্ডার ফ্রাংকি ডি ইয়ংকে দলে ভেড়াতে চায় ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। এরিক টেন হাগ ওল্ড ট্রাফোর্ডে কোচ হয়ে আসার পর ইয়ংকেই প্রথম লক্ষ্য বানিয়েছেন। এদিকে ফ্রাংকি বার্সেলোনাতেই থাকতে চান, তবে এখনই হাল ছাড়ছে না ইংলিশ ক্লাবটি।

নতুন কোচ এরিক টেনকে ঘিরে খারাপ সময় পিছনে ফেলে ঘুরে দাড়াবার স্বপ্ন দেখছে ম্যানচেস্টার ইউনাইটেড। সে লক্ষ্যে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে ওল্ড ট্রাফোর্ডে। গ্রীষ্মকালীন দলবদলে অন্তত পাঁচজন নতুন খেলোয়াড় কিনতে চায় ম্যানইউ।

তার মধ্যে নতুন কোচের চাহিদা অনুযায়ী বার্সেলোনার ডি ইয়ং প্রথম লক্ষ্য। ডি ইয়ং নেদারল্যান্ডসের ক্লাব আয়্যাক্সে থাকাকালীন কোচ ছিলেন এরিক। পুরোনো শিষ্যকে নিজের নতুন ঢেরায় ভেড়াতে মরিয়া হয়ে উঠেছেন ইউনাইটেডের নতুন বস।

বার্সেলোনার আর্থিক সংকটের সুযোগ নিয়ে ইয়ংকে দলে ভেড়াতে চাইছে ইউনাইটেড। বার্সেলোনাও ইউনাইটেডের দেওয়া প্রস্তাব বিবেচনা করেছে বলে জানা গেছে। তবে বার্সেলোনা বস জাভি হার্নান্দেজ ইয়ংকে বিক্রি করার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

বার্সেলোনাতেই থাকতে চান ফ্রাংকি ডি ইয়ং

বর্তমানে নেদারল্যান্ডসের হয়ে নেশনস লিগে অংশ নিচ্ছেন ডি ইয়ং। সেখানে সংবাদমাধ্যমকে বার্সেলোনায় থেকে যাওয়ার কথা জানিয়েছেন বার্সেলোনার মাঝ মাঠের চালিকাশক্তি। তবে হাল ছাড়ার পক্ষপাতী নয় ম্যানচেস্টার ইউনাইটেড।

ডি ইয়ংয়ের জন্য ৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিতে যাচ্ছে ইংলিশ জায়ান্টরা। স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী ইয়ংকে বিক্রি করতে ৬০ মিলিয়ন ইউরোতে বার্সেলোনার রাজি হওয়ার সম্ভাবনাই বেশি। তবে সেক্ষত্রে প্রধান বাঁধা হতে পারে ইয়ংয়ের ক্লাবে থাকতে চাওয়া ও বার্সেলোনা বস জাভির তাকে রেখে দেওয়ার পক্ষে অবস্থান নেওয়া।

২০১৯ সালে ডাচ ক্লাব আয়্যাক্স থেকে বার্সেলোনায় গিয়েছিলেন ফ্রাংকি ডি ইয়ং। তিন বছরে বার্সেলোনার মাঝ মাঠের অন্যতম ভরসা হয়ে উঠেছেন তিনি। বার্সেলোনা কোচ জাভি কিছুদিন আগে ইয়ংকে তার পরিকল্পনার অন্যতম অংশ হিসেবে বর্ণনা করেছেন। এখন পর্যন্ত কিউলদের জার্সি গায়ে ডি ইয়ং ৯৮টি ম্যাচ খেলেছেন। যেখানে তার নামের পাশে আটটি গোলও রয়েছে।

সব মিলিয়ে ইয়ংকে দলে ভেড়ানো খুব একটা সহজ হবে না ইউনাইটেডের জন্য। ইয়ং ছাড়াও চেলসির ফরাসি মিডফিল্ডার কান্তেকেও দলে ভেড়াতে আগ্রহী রেড ডেভিলরা। এ বিষয়ে কান্তের এজেন্টের সঙ্গে প্রাথমিক আলোচনাও করেছে ম্যানইউ।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

লেভানডোভস্কির মাথায় শুধুই বার্সেলোনা

লেভানডোভস্কির মাথায় শুধুই বার্সেলোনা

বার্সেলোনার হয়ে সারাজীবন খেলতে চাই: ফাতি

বার্সেলোনার হয়ে সারাজীবন খেলতে চাই: ফাতি

বাহরাইনের বিপক্ষে ‘বিস্ময়’ উপহার দিতে চান জামাল ভূঁইয়া

বাহরাইনের বিপক্ষে ‘বিস্ময়’ উপহার দিতে চান জামাল ভূঁইয়া

নতুন কোচের অধীনে পিএসজিতে ভালো করবে মেসি, মত মারিয়ার

নতুন কোচের অধীনে পিএসজিতে ভালো করবে মেসি, মত মারিয়ার