ডেনমার্ক-অস্ট্রিয়ার ম্যাচে মাঠে গর্ত, হতবাক ফুটবলাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ০৭ জুন ২০২২
ডেনমার্ক-অস্ট্রিয়ার ম্যাচে মাঠে গর্ত, হতবাক ফুটবলাররা

আর্নেস্ট হ্যাপল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল অস্ট্রিয়া ও ডেনমার্ক। এমনিতেই ব্ল্যাকআউটের কারণে ম্যাচ শুরু হতে দেরি হয়েছিল ৯০ মিনিট। ম্যাচ শুরুর পর নির্বিঘ্নে খেলা শেষ হলেও ফুটবলারদের হতবাক করেছে আর্নেস্ট হ্যাপল স্টেডিয়াম। ম্যাচ শেষ হওয়ার পর খেলোয়াড়রা মাঠ ছাড়ার সময় খেয়াল করেন, মাঠে তৈরি হয়েছে গর্ত।

সোমবার (৬ মে) রাতে নিজেদের মাঠে ডেনমার্ককে আতিথ্য দিয়েছিল অস্ট্রিয়া। বিদ্যুত বিভ্রাটে সৃষ্ট ব্ল্যাকআউটের কারণে নির্ধারিত সময়ে শুরু করা যায়নি ম্যাচ। নির্ধারিত সময়ের ৯০ মিনিট পর শুরু হয় ম্যাচ।

ম্যাচে স্বাগতিক অস্ট্রিয়াকে ২-১ গোলে হারায় ক্রিস্টিয়ান এরিকসেনের ডেনমার্ক। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তৃতীয়বারের মতো জাতীয় দলের হয়ে খেলতে নেমেছিলেন এই ফুটবলার।

ম্যাচ শেষে দুই দলের ফুটবলাররা যখন মাঠ ছাড়েন সেই সময় তাদের চোখে পড়ে মাঠে তৈরি হওয়া গর্ত। সাথে সাথেই অবশ্য মাঠ কর্তৃপক্ষকে অবহিত করে খেলোয়াড়রা। ম্যাচ শেষ হওয়ায় বড় ধরনের ইনজুরিতে পড়া থেকে মুক্তি পান ফুটবলাররা।

ম্যাচ চলাকালীন ফুটবল টার্ফে গর্তের তৈরি হলে ফুটবলারদের বড় ধরনের ইনজুরিতে পড়ার শঙ্কা ছিল। তবে ভাগ্য ফুটবলারদের পক্ষে থাকায় বড় ধরনের ইনজুরিতে পড়তে হয়নি।

ফ্রান্সের ও অস্ট্রিয়ার বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে নেশনস লিগের ‘এ’ লিগের গ্রুপ-১ এর শীর্ষে উঠেছে ডেনমার্ক। বিপরীতে হার দিয়েই অস্ট্রিয়া মিশন শুরু করলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সদ্য সাবেক গুরু র‍্যালফ র‍্যাংনিক।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

পোল্যান্ড ম্যাচে লুকাকুকে পাচ্ছে না বেলজিয়াম

পোল্যান্ড ম্যাচে লুকাকুকে পাচ্ছে না বেলজিয়াম

পয়েন্ট ভাগাভাগিতে শেষ হলো ফ্রান্স-ক্রোয়েশিয়া মহারণ

পয়েন্ট ভাগাভাগিতে শেষ হলো ফ্রান্স-ক্রোয়েশিয়া মহারণ

আনসু ফাতিকে পেছনে ফেলে গাভির রেকর্ড

আনসু ফাতিকে পেছনে ফেলে গাভির রেকর্ড

ঘরের মাঠে এমন হারের প্রয়োজন ছিল: বেলজিয়াম কোচ

ঘরের মাঠে এমন হারের প্রয়োজন ছিল: বেলজিয়াম কোচ