রোনালদোর সাথে লেভানডোভস্কির অদল-বদল চায় বায়ার্ন মিউনিখ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৮ পিএম, ২৪ জুন ২০২২
রোনালদোর সাথে লেভানডোভস্কির অদল-বদল চায় বায়ার্ন মিউনিখ

চ্যাম্পিয়নস লিগ তো দূরের কথা, ইউরোপা লিগ নিশ্চিত করতেই ঘাম বেরিয়ে গেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের। সবাই ধারণা করেছিল, চ্যাম্পিয়নস খেলতে না পারার জন্য ম্যানইউ ছাড়বেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে রোনালদো সিদ্ধান্ত নিয়েছিলেন থেকে যাওয়ার!

কিন্তু চলতি গ্রীষ্মকালীন দলবদলে ম্যানচেস্টার ইউনাইটেডের কোনোরকম সাড়া না দেখে বিরক্ত রোনালদো। দলবদলে এখনো একজন খেলোয়াড়ও কিনতে পারেনি তারা। বার্সেলোনা থেকে ডাচ মিডফিল্ডার ফ্রাংকি ডি ইয়ংকে কেনার চেষ্টা করেও এখন পর্যন্ত আশার আলো দেখেনি।

গুঞ্জন রয়েছে, দলবদলের বাজারে ইউনাইটেডের এমন অবস্থা আর কয়দিন থাকলেই ক্লাব ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন পর্তুগিজ সুপারস্টার।

অন্যদিকে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন পোলিশ ফুটবলার রবার্ট লেভানডোভস্কি। তাকে কিছুতেই ধরে রাখতে পারছে না তারা। লেভানডোভস্কি যদিও বার্সেলোনাতেই যেতে চান, তবে স্প্যানিশ ক্লাবটির সঙ্গে দামে বনিবনা হচ্ছে না বায়ার্নের।

কাতার বিশ্বকাপের দলে খেলোয়াড় বাড়ানোর সুযোগ দিচ্ছে ফিফা

এদিকে স্প্যানিশ গণমাধ্যম এএসের সাংবাদিক পেদ্রো ইরানজোর দাবি এই দুই অসুখী ফুটবলারকে অদল-বদল করতে চাইছে বায়ার্ন মিউনিখ। এমনকি বায়ার্নের এই প্রস্তাবে ম্যানচেস্টার ইউনাইটেডও সায় দিয়েছে বলে জানিয়েছেন ইরানজো।

তবে অন্যদিকে আবার বায়ার্ন মিউনিখের বুন্দেসলিগাবিষয়ক সাংবাদিক রোনান মারফি দাবি করেছেন ইরানজোর প্রতিবেদনের কোনো ভিত্তি নেই। রোনালদোকে দলে ভেড়ানোর কোনো পরিকল্পনা নেই জার্মান ক্লাবটির। এদিকে লেভানডোভস্কির জন্য নতুন করে সাড়ে তিন কোটি ইউরোর একটা প্রস্তাব পাঠিয়েছে বার্সেলোনা। কিন্তু এই নতুনও প্রস্তাবেও এখন পর্যন্ত রাজি হয়নি তারা।

লেভানডফস্কির জন্য ৫ কোটি ইউরো চায় বায়ার্ন। এর কমে তারা কোনোভাবেই পোলিশ স্ট্রাইকারকে বিক্রি করতে রাজি নয় তারা।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

হজ করতে যাবেন আদিল রশিদ, খেলবেন না ভারতের বিপক্ষে

হজ করতে যাবেন আদিল রশিদ, খেলবেন না ভারতের বিপক্ষে

নিষেধাজ্ঞা এড়াতে ভারতকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের নির্দেশ ফিফার

নিষেধাজ্ঞা এড়াতে ভারতকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের নির্দেশ ফিফার

২০২২-২৩ মৌসুমে লা লিগায় প্রথম এল ক্ল্যাসিকো রিয়ালের মাঠে

২০২২-২৩ মৌসুমে লা লিগায় প্রথম এল ক্ল্যাসিকো রিয়ালের মাঠে

বায়ার্ন মিউনিখে সাদিও মানে, এখন লিভারপুলের এক নম্বর

বায়ার্ন মিউনিখে সাদিও মানে, এখন লিভারপুলের এক নম্বর