কোভিড ভ্যাকসিন না নেওয়ায় চেলসির যুক্তরাষ্ট্র সফরে নেই কান্তে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩০ এএম, ১০ জুলাই ২০২২
কোভিড ভ্যাকসিন না নেওয়ায় চেলসির যুক্তরাষ্ট্র সফরে নেই কান্তে

২০২২-২৩ মৌসুমের আগে প্রাক মৌসুমের প্রস্তুতির জন্য যুক্তরাষ্ট্র সফর করবে ইংলিশ ক্লাব চেলসি। দলের মার্কিন মুলুক সফরে থাকছেন না দলটির মিডফিল্ডার এনগালো কান্তে ও রুবেন লফটাস চেক। বিষয়টি নিশ্চিত করেছে চেলসি কর্তৃপক্ষ।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী দেশটিতে ঢুকতে হলে ১৮ বছরের উর্ধে সবাইকে করোনা ভ্যাকসিনের দুই ডোজ নিতে হবে। তবে বিশেষ কিছু ব্যক্তি ও দেশটির নাগরিকদের জন্য নিয়ম শিথিলযোগ্য। এই নিয়মের কারণে প্রাক মৌসুমে যুক্তরাষ্ট্র সফরে থাকছেন না কান্তে।

তবে কান্তে ও রুবেন করোনা ভ্যাকসিনের নেওয়ার বিষয়ে সঠিক কোনো তথ্য প্রকাশ করেনি চেলসি। ধারণা করা হচ্ছে, কোভিড ভ্যাকসিনের এক ডোজ নিয়েছেন এই দুই ফুটবলার।

চেলসি তাদের বিবৃতিতে জানায়, “প্রাক মৌসুমে আমাদের যুক্তরাষ্ট্র সফরে থাকছেন না কান্তে ও রুবেন।”

এই বিষয়ে দলটির কোচ টমাস টুখেল বলেন, “আমি ঠিক জানি না, আমাদের কতজন ফুটবলার কোভিড ভ্যাকসিন নেয়নি। আমি নিজে ভ্যাকসিন নিয়েছি। অন্যকে কোভিড ভ্যাকসিন নেওয়ার জন্য জোর করতে পারি না।”

মার্কিন মুলুকের এই সফর দিয়ে আবারও ফুটবল মাঠে ফিরবেন চেলসির দুই ফুটবলার বেন চিলওয়েল ও কালাম হুডসন ওদৌ। ২০২১-২২ মৌসুমের শেষ দিকে ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন তারা।

প্রাক মৌসুমে যুক্তরাষ্ট্র সফরে তিনটি ম্যাচ খেলবে চেলসি। তাদের এই সফর শুরু হবে চলতি বছরের ১৬ জুলাই। ৬ আগস্ট ঘরের মাঠে এভারটনকে আতিথ্য দিয়ে প্রিমিয়ার লিগ মিশন শুরু করবে তারা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যানসিটি থেকে চেলসিতে যাচ্ছেন স্টার্লিং

ম্যানসিটি থেকে চেলসিতে যাচ্ছেন স্টার্লিং

টুখেলের সবুজ সংকেত পেলেই রোনালদোকে চান চেলসি মালিক

টুখেলের সবুজ সংকেত পেলেই রোনালদোকে চান চেলসি মালিক

ইন্টারে ফিরে উচ্ছ্বসিত লুকাকু

ইন্টারে ফিরে উচ্ছ্বসিত লুকাকু

‘স্বয়ংক্রিয়ভাবে’ বাড়লো  নেইমারের চুক্তির মেয়াদ

‘স্বয়ংক্রিয়ভাবে’ বাড়লো নেইমারের চুক্তির মেয়াদ