প্রিমিয়ার লিগে ‘আতশবাজি’ নিষিদ্ধ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ২৫ জুলাই ২০২২
প্রিমিয়ার লিগে ‘আতশবাজি’ নিষিদ্ধ

২০২১-২২ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ফ্লেয়ার কিংবা আতশবাজির ঘটনায় ফুটবলার কিংবা কোচদের আহত হওয়ার মতো ঘটনা ঘটেছিল। এমনকি ফ্লেয়ার ছুড়ে মারার অপরাধে প্রিমিয়ার লিগে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন এভারটন থেকে টটেনহ্যামে যোগ দেওয়া ব্রাজিলিয়ান তারকা রিচার্লিসন। এবার ইংলিশ ফুটবলে ফ্লেয়ার ও আতশবাজিই নিষিদ্ধ করেছে ইংলিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এফএ।

ইউরোপিয়ান ফুটবলে ম্যাচ চলাকালীন ফায়ারওয়ার্কসের ঘটনা নিয়মিতই ঘটে। ইংলিশ ফুটবলও এর ব্যতিক্রম না। তবে ২০২২-২৩ মৌসুম থেকে সেই ব্যতিক্রমী ঘটনাই ঘটতে যাচ্ছে। ইংলিশ ফুটবলের কোনো পর্যায়েই মাঠে ফায়ার ওয়ার্ক করা যায় এমন কিছু নিয়ে মাঠে ঢোকা যাবে না।

সর্বশেষ ২০২১-২২ মৌসুমে ক্রিস্টাল প্যালেস কোচ প্যাট্রিক ভিয়েরা ও শেফিল্ড ইউনাইটেডের কোচ বিলি শার্প মাঠে আক্রমণের শিকার হয়েছিলেন। সমর্থকরা ধারালো বস্তু, ফায়ার ওয়ার্ক করা যায় এমন বস্তু দিয়ে তাদেরকে আক্রমণ করা হয়েছিল। তাই এবার স্টেডিয়ামে এইসব বস্তু নিষিদ্ধ করেছে এফএ।

কোনো সমর্থক এইসব বস্তু নিয়ে মাঠে ঢুকলে তা ফৌজদারি অপরাধ হিসেবেও গণ্য করা হবে বলে জানিয়েছে এফএ। এমনকি সমর্থকদের আজীবনের জন্য স্টেডিয়াম থেকে নিষিদ্ধ করার ঘোষণাও দিয়েছে।

এছাড়াও ক্লাবগুলোকে বিষয়টি পুলিশ কিংবা প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষকেও জানানোর নির্দেশনা দিয়েছে এফএ। বিষয়টি লুকালে ক্লাবগুলোকে জরিমানার মতো সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছে।

ফায়ার ওয়ার্ক কিংবা আতশ বাজির মতো জিনিস নিষিদ্ধ করার পাশাপাশি সমর্থকদের মাঠে প্রবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিষয়টি বেশ ভালোভাবেই নিয়েছে ইংল্যান্ডের ফুটবল সাপোটার্স অ্যাসোসিয়েশন। বিষয়টি ফুটবলার ও সর্মথকদের নিরাপত্তা রক্ষিত হবে বলে জানিয়েছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

ধর্ষণ অভিযোগে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার গ্রেফতার

ধর্ষণ অভিযোগে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার গ্রেফতার

গোল উদযাপন করে শাস্তির মুখোমুখি রিচার্লিসন

গোল উদযাপন করে শাস্তির মুখোমুখি রিচার্লিসন

শার্লট এফসির কাছে টাইব্রেকারে হারলো চেলসি

শার্লট এফসির কাছে টাইব্রেকারে হারলো চেলসি

ক্লেমেন্ট লেংলেটকে বার্সেলোনা থেকে ধারে দলে ভেড়াচ্ছে টটেনহ্যাম

ক্লেমেন্ট লেংলেটকে বার্সেলোনা থেকে ধারে দলে ভেড়াচ্ছে টটেনহ্যাম