ম্যানচেস্টারের সঙ্গে চুক্তি থেকে মুক্তি চান রোনালদো!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫০ পিএম, ২৯ জুলাই ২০২২
ম্যানচেস্টারের সঙ্গে চুক্তি থেকে মুক্তি চান রোনালদো!

প্রাক-মৌসুম শুরুর আগেই ম্যানচেস্টার ইউনাইটেডকে ক্রিস্টিয়ানো রোনালদো জানিয়ে দিয়েছিলেন, ভালো প্রস্তাব পেলে যেন তাকে বিক্রি করে দেওয়া হয়। এরপর থেকে প্রস্তাব তো দূরের কথা, প্রকাশ্যেই একাধিক ক্লাব জানাচ্ছে তারা রোনালদোকে চায় না। 

রোনালদোকে না চাওয়ার পিছনে অন্যতম প্রধান কারণ তার ট্রান্সফার ফি ও আকাশছোঁয়া বেতন। ১.৫ কোটি ট্রান্সফার ফি দিয়ে ৩৭ বছর বয়সী একজন ফুটবলারকে কেউই দলে নিতে চাওয়ার কথা না। 

তাই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি থেকে এখন মুক্তি চাইছেন এই পর্তুগিজ সুপারস্টার। ক্লাবকে অনুরোধ করেছেন তার সাথে যে চুক্তি রয়েছে সেটা বাতিল করতে। 

ইউনাইটেড চুক্তি বাতিল করলে ফ্রি-তেই যে কোনো ক্লাবে যেতে পারবেন রোনালদো। আর বিনা পয়সায় পেলে হয়তো তাকে নিতে আগ্রহ দেখাবে ক্লাবগুলো এমনই ধারণা করছেন এজেন্ট জর্জ মেন্ডিস। 

ফার্গুসনের অনুরোধও শুনছেন না রোনালদো!

রেড ডেভিলদের সঙ্গে ২০২৩ সালের জুলাই পর্যন্ত চুক্তি রয়েছে রোনালদোর। এমনকি ইউনাইটেড বস এরিক টানের সাম্প্রতিক এক মন্তব্য অনুযায়ী ২০২৪ সাল পর্যন্তও ইচ্ছা করলে রোনালদোকে রাখতে পারবে তারা। 

এদিকে ফ্রি তো দূরের কথা, টাকার বিনিময়েও রোনালদোকে ছাড়তে চায় না ইউনাইটেড। রোনালদোর সঙ্গে সর্বশেষ আলোচনায় তার স্যার অ্যালেক্স ফার্গুসনকেও ঢেকে নিয়ে এসেছিল বোঝানোর জন্য। 

কিন্তু ইংলিশ গণমাধ্যমের খবর অনুযায়ী ফার্গুসনের অনুরোধেও মন গলেনি রোনালদোর। যে কোনো মূল্যেই তিনি আগামী মৌসুমে নতুন ঠিকানায় পাড়ি জমাতে চান।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

কোথাও যাওয়া হচ্ছে না রোনালদোর, আলোচনা শেষে ইউনাইটেড!

কোথাও যাওয়া হচ্ছে না রোনালদোর, আলোচনা শেষে ইউনাইটেড!

বিশ্বকাপের আগে সালাহর মিশরের মুখোমুখি মেসির আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে সালাহর মিশরের মুখোমুখি মেসির আর্জেন্টিনা

‘কুন্দে’ লড়াইয়েও চেলসিকে হারালো বার্সেলোনা

‘কুন্দে’ লড়াইয়েও চেলসিকে হারালো বার্সেলোনা

অ্যালিসনকে ছাড়াই কমিউনিটি শিল্ডে নামবে লিভারপুল

অ্যালিসনকে ছাড়াই কমিউনিটি শিল্ডে নামবে লিভারপুল