নেপালের বিপক্ষেও হ্যাটট্রিকের আশা মিরাজুলের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০০ পিএম, ৩০ জুলাই ২০২২
নেপালের বিপক্ষেও হ্যাটট্রিকের আশা মিরাজুলের

মালদ্বীপের বিপক্ষে হ্যাটট্রিক করে দলকে জিতিয়েছেন মিরাজুল ইসলাম। নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের করিয়েছেন গোল। শেষ পর্যন্ত মালদ্বীপের বিপক্ষে ৪-১ গোলের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে লাল সবুজের প্রতিনিধিদের জয়ের নায়ক মিরাজুলের আশা গ্রুপ পর্বের শেষ ম্যাচেও পাবেন হ্যাটট্রিক।

ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম শুক্রবার মালদ্বীপকে ৪-১ গোলে হারায় বাংলাদেশ। মিরাজুলের হ্যাটট্রিকের পাশাপাশি গোল করেন রফিকুল ইসলাম। রবিন রাউন্ড লিগ পদ্ধতিতে হওয়া টুর্নামেন্টের তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষ নাম বাংলাদেশের।

ফাইনালে এক পা রাখা লিগ পর্যায়ে শেষ ম্যাচ নেপালের বিপক্ষে। ২০১৫ ও ২০১৭ চ্যাম্পিয়ন হওয়া নেপাল ইতিমধ্যেই ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নেপাল। শক্তিশালী নেপালের বিপক্ষে এবার গোল উৎসব করতে চান মিরাজুল।

এই বিষয়ে তিনি বলেন, “দেশকে কিছু দিতে পেরে অনেক ভালো লাগছে। সামনের দিকে আরও এগিয়ে যেতে চাই। সবাই ফাইনালে খেলার অপেক্ষায় আছি। ফাইনালে কিছু করতে পারলে ভালো লাগবে।”

নেপালের বিপক্ষেও তার হ্যাটট্রিকের ইচ্ছাটা লুকিয়ে রাখেননি মিরাজুল। বলেন, “নেপালের বিপক্ষে গোল পেতে চাই। আছে হ্যাটট্রিক করার ইচ্ছাও। আসলে প্রতি ম্যাচে গোল করার চিন্তা করে মাঠে নামি। নেপালের বিপক্ষে যেন জিততে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন।”

অনূর্ধ্ব ২০ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন টেকনিক্যাল অ্যান্ড স্ট্রাটেজিক ডিরেক্টর পল স্মলি। তিনিও নেপাল ম্যাচকে টপকে ফাইনাল নিয়েই চিন্তা ভাবনা করছেন।

এই বিষয়ে তিনি বলেন, “মিরাজুল অনেক পরিশ্রম করেছে। মাঠে তার খেলার ধরণ ছিল অনেক ভালো। আমি খুশি তার পারফরম্যান্সে। এছাড়া অন্যরাও ভালো খেলেছে। আমরা ফাইনালে খেলতে চাই। সেভাবে প্রস্তুতি নিতে হবে।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

মিরাজুলের হ্যাটট্রিকে মালদ্বীপকে উড়িয়ে দিলো বাংলাদেশ

মিরাজুলের হ্যাটট্রিকে মালদ্বীপকে উড়িয়ে দিলো বাংলাদেশ

ভারতের বিপক্ষে গোল করে ইচ্ছা পূরণ হয়েছে নোভার

ভারতের বিপক্ষে গোল করে ইচ্ছা পূরণ হয়েছে নোভার

প্রিমিয়ার লিগ থেকে অবনমিত স্বাধীনতা ক্রীড়া সংঘ

প্রিমিয়ার লিগ থেকে অবনমিত স্বাধীনতা ক্রীড়া সংঘ

ট্রফি ছাড়াই আবাহনীকে হারিয়ে বসুন্ধরা কিংসের ‘শিরোপা উদযাপন’

ট্রফি ছাড়াই আবাহনীকে হারিয়ে বসুন্ধরা কিংসের ‘শিরোপা উদযাপন’