ইউরো জিতে র‍্যাঙ্কিংয়ে চার ধাপ উন্নতি ইংল্যান্ডের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৩ এএম, ০৬ আগস্ট ২০২২
ইউরো জিতে র‍্যাঙ্কিংয়ে চার ধাপ উন্নতি ইংল্যান্ডের

জার্মানিকে হারিয়ে প্রথমবারের কোনো শিরোপা জিতেছে ইংল্যান্ডের নারীরা। শুধু তাই নয় পুরুষ-নারী মিলিয়ে ৬৬বছর পর কোনো টুর্নামেন্টের শিরোপা গিয়েছে ইংল্যান্ডে। ইউরো জেতার প্রভাব পড়েছে নারীদের ফিফা র‍্যাঙ্কিংয়েও।

ইউরো শুরু হওয়ার আগে ফিফা র‍্যাঙ্কিংয়ে আট নম্বরে ছিল ইংল্যান্ডের নারীরা। ইউরো জিতে চার ধাপ উন্নতি হলো তাদের, সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে তাদের অবস্থান চার নম্বরে। 

২০২১ সালের এপ্রিলে কানাডার বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে হেরেছিল ইংল্যান্ড। এরপর থেকে আর হারের মুখ দেখেনি তারা এবং কানাডার ম্যাচ সহ শেষ ২০ ম্যাচের ১৮ ম্যাচেই জয় পেয়েছে। 

ইউরোর ফাইনাল হারলেও র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে জার্মানির নারীদের। তিন নম্বর থেকে দুই নম্বরে উঠেছে তারা। 

প্রথমবারের মতো নারীদের ইউরো জিতলো ইংল্যান্ড

তবে শীর্ষস্থানের কোনো পরিবর্তন হয়নি। নিজেদের সিংহাসন ধরে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়েরা। ফ্রান্স, নেদারল্যান্ডস ও স্পেন সবারই অবনমন হয়েছে। 

নারীদের র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরে রয়েছে ব্রাজিল ও ১০ নম্বরে উত্তর কোরিয়া। ইউরোর গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া নরওয়ে ও ইতালি নেমেগেছে ১৩ ও ১৬ নম্বরে। ৩১ নম্বরে জায়গা হয়েছে আর্জেন্টিনার। 

sportsmail24

 

ফিফা র‍্যাঙ্কিংয়ে নারীদের শীর্ষ ১০ দল:

১। মার্কিন যুক্তরাষ্ট্র

২। জার্মানি 

৩। জার্মানি

৪। ইংল্যান্ড

৫। ফ্রান্স

৬। নেদারল্যান্ডস

৭। কানাডা

৮। স্পেন

৯। ব্রাজিল

১০। উত্তর কোরিয়া। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

২৪ ঘণ্টায় শেষ মেয়েদের ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র ফুটবল ম্যাচের টিকিট 

২৪ ঘণ্টায় শেষ মেয়েদের ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র ফুটবল ম্যাচের টিকিট 

গিনেস রেকর্ডে ইউরো জয়ী ইংল্যান্ডের নারী ফুটবল দল

গিনেস রেকর্ডে ইউরো জয়ী ইংল্যান্ডের নারী ফুটবল দল

মেয়েদের ফাইনালিসিমায় মুখোমুখি হবে ইংল্যান্ড-ব্রাজিল

মেয়েদের ফাইনালিসিমায় মুখোমুখি হবে ইংল্যান্ড-ব্রাজিল

কলম্বিয়াকে হারিয়ে ব্রাজিলের রেকর্ড অষ্টম শিরোপা

কলম্বিয়াকে হারিয়ে ব্রাজিলের রেকর্ড অষ্টম শিরোপা