দেশের গণমাধ্যমে ‘বিদ্ধ’ স্পেন ফুটবল দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০১ পিএম, ০২ জুলাই ২০১৮
দেশের গণমাধ্যমে ‘বিদ্ধ’ স্পেন ফুটবল দল

স্বাগতিক রাশিয়ার কাছে টাইব্রেকারে হেরে এখন মস্কো থেকে দেশের পথে রওয়ান দেয়ার প্রস্তুতি নিচ্ছে স্প্যানিশ বিশ্বকাপ ফুটবল দল। কিন্তু এরই মধ্যে দল নিয়ে সমালোচনার ঝড় তুলেছে স্পেনের গণমাধ্যম।

বহুল প্রচারিত দৈনিক মার্সায় দলের কর্মশক্তির ঘাটতি ছিল উল্লেখ করে বলা হয়, রাশিয়ার বিপক্ষে ম্যাচে এক হাজারেরও বেশি পাস দিয়েছে খেলোয়াড়রা। তবে একমাত্র গোলটি হয়েছে আত্মঘাতি। পত্রিকাটিতে স্প্যানিশ পরাজয়ের শিরোনাম করেছে ‘ওয়াকিং হোম (ঘরে ফিরছে)’। রিপোর্টে দলটিকে ‘গতিহীন একটি দল’ উল্লেখ করে বলা হয় যেখানে ছিল না কোন গভীরতা, উচ্ছ্বাস এবং বলের নির্জীব দখল দারিত্ব।’

ডিয়ারিও এএস তাদের বিশ্লেষণে সামনে নিয়ে এসেছেন কিছু প্রধান খেলোয়াড়ের বয়সকে। আন্দ্রেস ইনিয়েস্তা, গেরার্ড পিকু, সার্জিও রামোসের মত খেলোয়াড়দের প্রসঙ্গ টেনে এতে বলা হয়, ‘এই পরাজয়ে একটি প্রজন্মের সমাপ্তি ঘটেছে, যারা আট বছর আগে স্পেনকে উপহার দিয়েছিল একটি অসাধারণ সাফল্য।’

পত্রিকাটিতে আরও বলা হয়, ‘৮০ মিনিট নিদ্রায় ছিল স্পেন। অতিরিক্ত সময়েও তারা ভাগ্যের সহায়তা লাভ করতে পারেনি।’

বার্সেলোনা কেন্দ্রিক ‘ডিয়ারিও স্পোর্ট’ লাল ব্যানারে শিরোনাম করেছে, ‘কুই পেনা’, যার অর্থ হচ্ছে ‘কি লজ্জা’। এতে বলা হয়, রাশিয়ার সঙ্গে ভয়ঙ্কর এক ম্যাচ খেলে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে স্পেন।

এল মুন্ডো ডিপোর্তিভোর শিরোনামেও ‘পেনা’ শব্দটি ব্যবহার করা হয়েছে। যে শব্দ দিয়ে ‘সর্বোচ্চ’ কষ্টের কথা বর্ণনা করেছে। এরপর সেখানে বলা হয়, ‘১২০ মিনিটের খুবই ক্ষুদ্র ম্যাচ খেলে গোল করার সমর্থ্যহীন স্পেন ঘরে ফিরছে।’

‘সুপারডেপোর্টে’ পত্রিকায় আলোকপাত করা হয়েছে অন্য বিষয়ে। যেখানে কোচ জুলেন লোপেতেগুইকে রিয়াল মাদ্রিদ কোচ হিসেবে নিয়োগের ঘোষণাটিকে সামনে নিয়ে আসা হয় এবং এর ফলে ম্যাচ শুরুর মাত্র দুই দিন আগে তাকে বরখাস্তের বিষয়টিকে তুলে আনা হয়।

সুপারডেপোর্টে তাদের পত্রিকার প্রথম পৃষ্ঠায় রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজের ছবি ছাপিয়ে প্রশ্ন করা হয়,‘ খুশি? (সেটিসফাইড?)’।


শেয়ার করুন :


আরও পড়ুন

ট্রাইব্রেকারে স্পেনের বিদায়, কোয়ার্টারে রাশিয়া

ট্রাইব্রেকারে স্পেনের বিদায়, কোয়ার্টারে রাশিয়া

ঘোষণা অনুযায়ী বিদায় বললেন ইনিয়েস্তা

ঘোষণা অনুযায়ী বিদায় বললেন ইনিয়েস্তা

আবারও টাইব্রেকার, ডেনমার্ককে হারিয়ে শেষ আটে ক্রোয়েশিয়া

আবারও টাইব্রেকার, ডেনমার্ককে হারিয়ে শেষ আটে ক্রোয়েশিয়া

কোয়ার্টারে ব্রাজিল, মেক্সিকোর বিদায়

কোয়ার্টারে ব্রাজিল, মেক্সিকোর বিদায়