সাবিনা-কৃষ্ণাদের ৫০ লাখ টাকা উপহার দিবে বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২১ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২২
সাবিনা-কৃষ্ণাদের ৫০ লাখ টাকা উপহার দিবে বিসিবি

নারীদের সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য আর্থিক পুরষ্কারের ঘোষণা দিয়েছে দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে নিশ্চিত করেছে তারা। 

 বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথমবারের মতো নারীদের সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতায় বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকা পুরষ্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। 

একই বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, “নারী দল তাদের অসাধারণ পারফর্মেন্স ও ঐতিহাসিক অর্জন দিয়ে পুরো জাতিকে গর্বিত করেছে। তাদের উৎসাহ দেওয়ার অংশ হিসেবে আমি বিসিবির পক্ষ থেকে পুরো দলের জন্য (নারী) ৫০ লাখ টাকা পুরষ্কারের ঘোষণা করছি।”

বিসিবি বস আরও বলেন, "আমার কোনও সন্দেহ নেই যে সাফ বিজয় দেশের সব ক্রীড়াবিদ ও নারীদের দারুণভাবে অনুপ্রাণিত করবে এবং বিভিন্ন অঙ্গনে আন্তর্জাতিক সাফল্য অর্জনে উজ্জীবিত করবে ক্রীড়া দলগুলোকে।"

এর আগে সোমবার (১৮ সেপ্টেম্বর) নেপালের কাঠমুন্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো নারীদের সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা।

এই ঐতিহাসিক অর্জনে পুরো দেশে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মেয়েদের সর্বধনা দেওয়ার জন্য ‘ছাদখোলা’ বাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রনালয়।

ছাদখোলা বাসে করে সাফজয়ী নারী দলকে রোড শো করে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মতিঝিলে অবস্থিতে বাফুফে ভবনে নিয়ে আসা হবে। সেখানেও মেয়েদের জন্য আয়োজন করা হয়েছেন একাধিক অনুষ্ঠানের। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

‘এই শিরোপা বাংলাদেশের মানুষদের প্রাপ্য’

‘এই শিরোপা বাংলাদেশের মানুষদের প্রাপ্য’

‘ছাদখোলা’ বাসেই সংবর্ধনা পাচ্ছেন সাবিনা-সানজিদারা

‘ছাদখোলা’ বাসেই সংবর্ধনা পাচ্ছেন সাবিনা-সানজিদারা

ইতিহাস গড়ে সাফ শিরোপা জিতলো বাংলার বাঘিনীরা

ইতিহাস গড়ে সাফ শিরোপা জিতলো বাংলার বাঘিনীরা

কোচ ছোটনকেই কৃতিত্ব দিলেন সাবিনা

কোচ ছোটনকেই কৃতিত্ব দিলেন সাবিনা