ভেঙে পড়েছেন নেইমার, পেলের আবেগঘন বার্তা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ১২ ডিসেম্বর ২০২২
ভেঙে পড়েছেন নেইমার, পেলের আবেগঘন বার্তা

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টি শুট আউটে হেরে শেষ আট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। নেইমার স্বীকার করেছেন যে, ক্যারিয়ারে অন্য কোন পরাজয়ে এতটা কষ্ট কখনো পাননি।

৩০ বছর বয়সী নেইমারের দুর্দান্ত গোলে অতিরিক্ত সময়ে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। ওই গোলের মাধ্যমে নেইমার ব্রাজিলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা পেলের ৭৭ গোলের রেকর্ড স্পর্শ করেন। তবে সেমি-ফাইনালে পথে টাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে ৪-২ গোলের পরাজয় বরণ করে দল।

পেনাল্টি শুটও নিতে পারেননি নেইমার। কারণ, সর্বশেষটি তার নেওয়ার কথা ছিল। তবে তার আগে ব্রাজিলের বিদায় নিশ্চিত হয়। এ পরাজয়ে ২০০২ সালে সর্বশেষ শিরোপা পাওয়া সেলেসাওদের আরও একটি শিরোপার জন্য চার বছর অপেক্ষা করতে হবে।

 
 
 
View this post on Instagram

A post shared by NJ ???????? (@neymarjr)

ইনস্টগ্রামে নেইমার লিখেছেন, “আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। এ পরাজয় অবশ্যই আমাকে ভীষণভাবে কষ্ট দিয়েছে। ম্যাচের পর দশ মিনিট আমি কোনো কথা বলতে পারিনি। এরপর আবেগ সামলাতে না পেরে আমি কান্নায় ভেঙে পড়ি। এই দুঃসহ স্মৃতি অনেকদিন পর্যন্ত আমাকে কষ্ট দিবে।”

ব্রাজিলের বিদায়ের সাথে নেইমার ইঙ্গিত দিয়েছেন এটাই হয়তোবা জাতীয় দলে তার শেষ ম্যাচ হতে পারে। যদিও কিংবদন্তী পেলে সব সময়ই যেভাবে ব্রাজিলকে অনুপ্রেরণা দিয়ে আসছেন এবারও তার ব্যতিক্রম করেননি।

৮২ বছর বয়সী পেলে তার রেকর্ড স্পর্শ করায় নেইমারকে অভিনন্দন জানানোর পাশাপাশি খেলা চালিয়ে যেতে অনুরোধ জানিয়েছেন।

 
 
 
View this post on Instagram

A post shared by Pelé (@pele)

ইন্সটাগ্রামে পেলে লিখেন, “সবাই জানে আমি কখনই দেশের প্রতিনিধিত্ব করার মধ্যে যে আনন্দ খুঁজে পাই তার সাথে কোনো সংখ্যাকে মিলিয়ে দেখি না। আমার বয়স এখন ৮২ এবং এ বয়সেও আমি মনে করি এবারও কোনো না কোনোভাবে আমি তোমাদের সবাইকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রানীত করেছি।”

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

নেইমারকে দ্রুত সুস্থ করতে নাসার প্রযুক্তি ব্যবহার

নেইমারকে দ্রুত সুস্থ করতে নাসার প্রযুক্তি ব্যবহার

ফাইনালের মঞ্চে সর্বোচ্চ গোল যাদের

ফাইনালের মঞ্চে সর্বোচ্চ গোল যাদের

আর্জেন্টিনাকে বিশ্ব জেতাতে চাচ্ছেন রেফারিরা, অভিযোগ সান্তোস-পেপের

আর্জেন্টিনাকে বিশ্ব জেতাতে চাচ্ছেন রেফারিরা, অভিযোগ সান্তোস-পেপের

বিশ্বকাপে সেমি ও ফাইনালের জন্য নতুন ফুটবল ‌‍‘আল হিল্ম’

বিশ্বকাপে সেমি ও ফাইনালের জন্য নতুন ফুটবল ‌‍‘আল হিল্ম’