মেসির ইনজুরি নিয়ে ‘চিন্তিত’ পিএসজি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৪ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৩
মেসির ইনজুরি নিয়ে ‘চিন্তিত’ পিএসজি

ইনজুরির কারণে মোনাকোর বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে খেলতে পারছেন না পিএসজি’র লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন এই সুপার স্টারের হ্যামস্ট্রিং ইনজুরি ভাবিয়ে তুলেছে চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ নিয়েও। যেখানে আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বায়ার্ন মিউনিখের মোকাবেলা করবে প্যারিস জায়ান্টরা।

বুধবার (৯ জানুয়ারি) মার্শেই’র বিপক্ষে ফ্রেঞ্চ কাপের ম্যাচে ইনজুরিতে পড়েন মেসি। একদিন পর বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি।

বলা হয়েছে, মেসিকে পরবর্তী ৪৮ ঘণ্টা চিকিৎসাধীন থাকতে হবে। তবে আগামী সোমবার মেসি দলীয় অনুশীলনে ফিরবেন বলেও উল্লেখ করেছে পিএসজি।

প্যারিসে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচকে সামনে রেখেই ওই অনুশীলন করবে পিএসজি। তবে আর্জেন্টিনার ৩৫ বছর বয়সী এ তারকাকে নিয়ে কোন রকম উদ্বেগ নেই বলে জানিয়েছেন পিএসজি কোচ ক্রিস্টোফ গালটিয়ার।

তিনি বলেন, “মোনাকোর বিপক্ষে ম্যাচে পাওয়া যাবে না লিওকে। তবে সোমবার অনুশীলনে ফিরবেন তিনি। সুতরাং তাকে নিয়ে উদ্বেগের কথা ভুলে যান।”

তিনি আরও বলেছেন, “আমরা (পিএসজি) যেভাবে খেলছি, তাতে জানি লিওর গুরুত্ব কতটুকু। তার অনুপস্থিতিতে আমাদেরকে হয়তো ভিন্নভাবে খেলতে হবে। তবে তাকে নিয়ে শঙ্কা করা থেকে দূরে থাকাই ভালো।”

মেসি পিএসজি ছাড়তে পারেন এমন গুঞ্জণ ছিল। ধারণা করা হচ্ছিল, রোনালদো চলে যাওয়ার পর সৌদির কোন ক্লাবে যোগ দিতে পারেন তিনি। তবে সেটি আর হচ্ছে না। নেইমার-এমবাপ্পেদের সাথে পিএসজিতেই থাকছে লিওনেল মেসি।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

মেসির জন্য বার্সেলোনার দরজা খোলা: জাভি

মেসির জন্য বার্সেলোনার দরজা খোলা: জাভি

মেসি-হাকিমির গোলে জয়ের ধারা অব্যাহত পিএসজির

মেসি-হাকিমির গোলে জয়ের ধারা অব্যাহত পিএসজির

মেসি ২০২৬ বিশ্বকাপেও খেলবেন, যদি...

মেসি ২০২৬ বিশ্বকাপেও খেলবেন, যদি...

এমবাপ্পের সঙ্গে কোন সমস্যা নেই : মেসি

এমবাপ্পের সঙ্গে কোন সমস্যা নেই : মেসি